shono
Advertisement
BSF Jawan

এখনই বাড়ি ফেরা হচ্ছে না! পূর্ণমকে দেখতে ফের পাঠানকোট যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী

২২ দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলেন ঘরে বাড়ি আসতে পারবেন না পূর্ণম কুমার সাউ।
Published By: Sucheta SenguptaPosted: 04:51 PM May 15, 2025Updated: 04:54 PM May 15, 2025

সুমন করাতি, হুগলি: ২২ দিনের অপেক্ষা আর স্নায়ুযুদ্ধ শেষে বুধবার সকালেই সুখবর পেয়েছেন হুগলির সাউ পরিবার। দেশের সুরক্ষার কাজে গিয়ে পাকিস্তানে আটকে পড়া বিএসএফ জওয়ান, বাড়ির ছেলে পূর্ণম কুমার সাউ ফিরেছেন দেশে। নিজের কর্মক্ষেত্র পাঞ্জাবের পাঠানকোটের সেনাছাউনিতে ফের কাজে যোগ দিয়েছেন। এই সুসংবাদে উচ্ছ্বসিত পরিবার, বিশেষত অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। কিন্তু এই ভালো খবরের মাঝেও রজনীর হৃদয়ে বিঁধে রয়েছে বিরহ-কাঁটা! এখনই যে হুগলির রিষড়ার বাড়িতে ফিরতে পারছেন না বিএসএফ পূর্ণম কুমার সাউ। তাই স্বামীর সঙ্গে দেখা করতে ফের পাঠানকোট যাচ্ছেন রজনীদেবী। বৃহস্পতিবার নিজের বাড়িতে সাংবাদিকদের একথা জানালেন তিনি।

Advertisement

গত ২২ এপ্রিল, পহেলগাঁও জঙ্গি হামলার পর সীমান্তে টহলদারি চালাতে গিয়ে 'ভুল করে' পাক ভূখণ্ডে ঢুকে পড়ে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এরপর বুধবার, ঘটনার প্রায় ২২ দিন পর তাঁকে ফিরিয়ে দেয় পাকিস্তান। স্বস্তি ফেরে পরিবারে। বুধবার দেশে ফিরে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন পূর্ণম। জানিয়েছিলেন, তিনি ভালো আছেন, চিন্তার কিছু নেই। এখন অপেক্ষা শুধু কখন তিনি বাড়ি ফিরবেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের পূর্ণমের স্ত্রী জানালেন, ''এখনই আসতে পারবেন না উনি (পূর্ণম কুমার সাউ)। এই মুহূর্তে উনি নিজের কর্মস্থল পাঠানকোটের সেনাছাউনিতে আসেন। এই পরিস্থিতিতে কোনওরকম মুভমেন্ট তো বারণ। আগস্টে ওঁর বাড়ি আসার কথা ছিল। হয়ত সেই সময়ই আসবেন। তার আগে আসতে পারবেন না। আমাকে বিএসএফ থেকে খবর দেওয়া হবে। হয়ত আগামী সপ্তাহে আমি পাঠানকোট যাব আমার স্বামীর সঙ্গে দেখা করতে।'' উল্লেখ্য, এর আগেও জওয়ান স্বামীর খোঁজ নিতে পাঠানকোটে তাঁর কর্মস্থলে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা রজনীদেবী। দেখা করেছিলেন বিএসএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। সেবার তো স্বামীর দেখা পাননি। এবার সেই স্বামীর সঙ্গে দেখা করতেই ফের পাঠানকোট যাচ্ছেন স্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২২ দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেয়ে বুধবার দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান।
  • দেশে ফিরলেও এখনই বাড়ি ফেরার ছুটি পাচ্ছেন না বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।
  • তাই স্বামীর সঙ্গে দেখা করতে ফের পাঠানকোট যাচ্ছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী।
Advertisement