সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৈত্রের গরমেই নাজেহাল হয়েছে বঙ্গবাসী। এদিকে আবার বৈশাখের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে তপ্ত হাওয়া। স্বস্তি পেতে বৃষ্টি চাইছে রাজ্যবাসী। নতুন সপ্তাহে কি বৃষ্টি হবে? ভিজবে কি বাংলার মাটি? নাকি ভ্যাপসা গরম আরও ঘাম ঝরাবে? কী বলছে আবহাওয়া (Weather Forecast of Bengal) দপ্তরের সাপ্তাহিক পূর্বাভাস?
মৌসম ভবন তো আগেই বলেছিল, এবার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দেবে তাপমাত্রা। দাবদাহে জ্বলবে রাজ্য তথা দেশ। তবে বৃষ্টিপাত হবে স্বাভাবিক। কিন্তু কবে নামবে স্বস্তির সেই বৃষ্টি (Rain)? নিদেনপক্ষে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া কি বঙ্গবাসীর জ্বালা জুড়োতে পারবে?
[আরও পড়ুন : ভোটের মুখে সিপিএম-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র মুর্শিদাবাদ, জখম ৫]
এপ্রিলের শেষে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মে-র প্রথম সপ্তাহেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলার মাটি। আগামী মাসের প্রথম দিকে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তীব্র দাবদাহ থেক রেহাই দিতে পারে সেই বৃষ্টি।