নন্দন দত্ত, সিউড়ি: অনুব্রত মণ্ডলের মন ভাল নেই। গত চারদিন আগেই মা পুষ্পরানি মন্ডল ৯৮ বছরে প্রয়াত হয়েছেন। এখন অশৌচ চলছে৷ তবে কাজে বিরতি নেই৷ সেই অবস্থাতেই দলের কাণ্ডারি হিসাবে মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকে নির্বাচনী প্রচারে গেলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ লোকপাড়া মাঠে ধরা দিলেন সেই চেনা মেজাজে৷ কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘নির্বাচন কমিশন যা খুশি করে নেব ভাবলে, বীরভূমে তা মেনে নেব না। আমরা কমিশনকে শ্রদ্ধা করি। তুমি তোমার জায়গায় কাজ কর, আমি আমার জায়গায় করি৷’
[ আরও পড়ুন: ভারতীকে জেরা করতে পারবে রাজ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে বিজেপি নেত্রী]
এদিন জনসভার শুরুতেই মনখারাপের কথা জানান অনুব্রত। বলেন, ‘দু-চারটি কথা বলতে হবে, তাই বলতে এলাম।’ এরপরেই বিজেপি ও দলের সুপ্রিমো নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন চিরাচরিত ভঙ্গিতেই৷ আগামী সপ্তাহে বোলপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিউড়িতে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রচারে আসছেন।’ বীরভূমের তৃণমূল সভাপতি তাঁদের ছাগলের সঙ্গে তুলনা করে কটাক্ষের সুরে বলেন, ‘দু’জনেই ছাগল। ছাগল যেমন চড়তে চড়তে চলে আসে, তেমন করে দু’জনেই আসছে। এতে কোনও লাভ হবে না। জেলার দু’টি কেন্দ্রের তৃণমূল প্রার্থীই ব্যাপক ভোটে জয়ী হবেন।’ সভা থেকেই প্রশ্ন উঠল, অনুব্রতর মতো সংগঠক থাকতে জেলার বিভিন্ন প্রান্তে জলের দাবিতে প্রার্থী শতাব্দী রায়কে বিক্ষোভ দেখাচ্ছেন কেন। তার উত্তরে অনুব্রত জানান, ‘জেলার বিভিন্ন জায়গায় পানীয় জলের স্তর নেমে গিয়েছে। প্রচুর কল তৈরি করে দেওয়া হয়েছে। আর বিক্ষোভের পিছনে মিডিয়ার একাংশের হাত আছে৷’
[ আরও পড়ুন : SUCI নেত্রীর বাড়ির পাঁচিলে তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানার!]
ময়ূরেশ্বরে সভাস্থল থেকেই এদিন তিনি সরাসরি কলকাতার পথে রওনা দেন। সেখানে ক্যানসারে আক্রান্ত স্ত্রী চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে ভরতি হয়েছেন। শাস্ত্রমতে, বীরভূমে ভোটপ্রচারের শেষ দিন তাঁর মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। তবে কাজকে গুরুত্ব দিয়ে সেই দিনটি পিছিয়ে দিয়েছেন। ভোটপর্ব মিটলে তবেই মায়ের পারলৌকিক কাজের সিদ্ধান্ত নিয়েছেন অনুব্রত মণ্ডল৷
ছবি: সুশান্ত পাল
The post মাতৃবিয়োগের ব্যথাতেও দলের কাজে নিষ্ঠা, অশৌচ নিয়ে প্রচারে অনুব্রত appeared first on Sangbad Pratidin.