সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন যাত্রী। গেটে দাঁড়িয়ে থাকার সময় বাইরে থেকে গাছের ডাল বা পাথর জাতীয় ভারী বস্তু এসে লাগে এক মহিলা যাত্রীর মুখে। নাক ও মুখ দিয়ে গলগল করে রক্ত পড়তে থাকে তাঁর। বেলঘড়িয়া স্টেশনে আরপিএফের কাছে গোটা ঘটনার অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।
মহিলা নিমতার বাসিন্দা। তাঁর পরিচয় এখন জানা যায়নি। ঘটনা মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ। নৈহাটি লোকালের সাধারণ কামরার গেটের সামনে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। তাঁর সঙ্গে এক ব্যক্তিও ছিলেন। ট্রেনটি বিধাননগর স্টেশন ছাড়তেই তাঁদের মুখের উপর পাথর বা গাছের ছোট ডালের মতো ভারী কিছু এসে পড়ে। শক্ত করে গেটের রডটি ধরে নেন মহিলা। তাঁর দাবি, ভারী বস্তুটি এত জোরে এসে মুখে লাগে যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন থেকে পড়েও যেতে পারতেন তিনি। ভারী বস্তুতে আঘাত লাগতেই নাক-মুখ থেকে রক্ত ঝরতে থাকে মহিলার। মুখে গুরুতর চোট পান সঙ্গে থাকা ব্যক্তিও। এরপর তাঁরা বেলঘড়িয়া স্টেশনে নেমে আরপিএফকে গোটা ঘটনা জানান। কে বা কারা এমন ঘটনা কী উদ্দেশ্যে ঘটাল, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: রাজ্যের ঢিলেমিতেই থমকে মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ, চিঠিতে পালটা অভিযোগ রেলের]
তবে এই প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। গত মাসের শেষের দিকে চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল বনগাঁগামী যাত্রীদের মধ্যে। মধ্যমগ্রাম ছেড়ে হৃদয়পুরের কাছে যেতেই বাইরে থেকে উড়ে এসেছিল পাথর। সেই ঘটনায় যাত্রী মিহির ঘোষের চারটি দাঁত পড়ে যায়। ন’টা সেলাই পড়ে ঠোঁটে। তারও আগে গত ১৩ অক্টোবর বনগাঁ লাইনে একই ঘটনা ঘটে। সেবারও দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে আহত হয় এক সাত বছরের বালিকা।
বারবার একই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সম্প্রতি শিয়ালদহ স্টেশনের আরপিএফের কমান্ডান্ট ও জিআরএফের তরফে যাত্রীদের সতর্ক করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাতের ট্রেন যাতে অকারণে গেটে কেউ না দাঁড়ান, সে বিষয়ে সচেতন করা হচ্ছে যাত্রীদের। কিন্তু বারবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটায় একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের।
[আরও পড়ুন: ফেসবুকে প্রেমের ফাঁদে বধূ, মহিলার লক্ষাধিক টাকার গয়না হাতিয়ে জালে প্রেমিক]
The post ফের বাইরে থেকে চলন্ত ট্রেনে হামলা, নাক-মুখ ফেটে রক্ত ঝরল মহিলা যাত্রীর appeared first on Sangbad Pratidin.
