shono
Advertisement
North Dinajpur

চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে যাওয়ার পথে অঘটন, মৃত্যু স্ত্রী, গুরুতর জখম স্বামী ও ছেলে

বিএসএফ জওয়ানদের সহায়তায় হাসপাতালে পৌঁছন তাঁরা।
Published By: Sayani SenPosted: 08:03 PM Jun 18, 2025Updated: 08:03 PM Jun 18, 2025

শংকরকুমার রায়, রায়গঞ্জ: হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন স্বামী। মাঝপথে চলন্ত বাইকের আরোহীদের গায়ে হঠাৎ রাস্তার ধারের বিশাল গাছ আছড়ে পড়ে প্রাণ হারালেন স্ত্রী। গুরুতর জখম স্বামী-সহ ৬ বছরের শিশুপুত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা (২) পঞ্চায়েতের অমলঝাড়ি সংলগ্ন গোলাপাড়া এলাকায়।

Advertisement

বুধবার বিকেলে স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে বাইকে করে ইসলামপুর মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন অশোকবাবু। মাঝপথে আচমকা চলন্ত বাইকের উপর হুড়মুড় করে একটি গাছ ভেঙে পড়ে। সেই সময় অ্যাম্বুল্যান্স করে বেলগাছি সীমান্তের ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ক্যাম্পে ফিরছিল। কিন্তু রাস্তায় বাইক আরোহীদের গায়ে গাছ চাপা পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।

দেখতে পেয়ে জখমদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছয়। কিন্তু যশোধাদেবীকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।সেইসঙ্গে আশঙ্কাজনক অবস্থায় স্বামী এবং পুত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। গোয়ালপোখর থানার সাহাপুরের মহিষাসুর এলাকার বাসিন্দা ওই তিনজন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে ইসলামপুর থানার পুলিশ। পাশাপাশি দুর্ঘটনাস্থলে সরেজমিনে খতিয়ে দেখে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে যাওয়ার পথে অঘটন।
  • মৃত্যু স্ত্রীর, গুরুতর জখম স্বামী ও ছেলে।
  • উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা (২) পঞ্চায়েতের অমলঝাড়ি সংলগ্ন গোলাপাড়া এলাকার ঘটনা।
Advertisement