সুমন করাতি, হুগলি: স্টেশনেই রক্তারক্তি কাণ্ড! মঙ্গলবার সকালে ব্যস্ত সময়ে মহিলার ছুরির ঘায়ে জখম আরেক মহিলা নিত্যযাত্রী। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটর স্টেশনে। জখম মহিলাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হামলাকারীও। ব্যাপারটা কী?
আক্রান্ত মহিলা রীমা সিং শ্রীরামপুরের বাসিন্দা। হামলাকারী করুণা দাস কুন্তিঘাটে থাকেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনে আগেও চুলোচুলি হয়েছিল তাঁদের। অন্যান্য দিনের মতো আজ সকালেও হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। হঠাৎই তিনজন মহিলার মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটির মধ্যেই করুণাদেবী একটি ফলকাটা ছুরি বের করে আঘাত করেন রীমাকে। আক্রান্ত হন তিনি। কানে-মুখে আঘাত লাগে তাঁর। রক্ত ঝরতে থাকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
[আরও পড়ুন: কলকাতার ঐতিহ্য ট্রাম চালু রাখতে রাজ্যকে বিশেষ উদ্যোগের নির্দেশ হাই কোর্টের]
খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় জানান, মহিলারা ট্রেনের সহযাত্রী। শ্রমিকের কাজ করেন। কয়েকিদন ধরে তাঁদের নিজেদের মধ্যে ঝামেলা চলছিল। আগেও তাঁদের মধ্যে বচসা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী শম্ভু দাস বলেন, ওভারব্রিজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিলেন তিনজন। তাঁদের মধ্যে একজন ছুরি মারে। এক মহিলার নাক-কান কেটে যায়। রেল পুলিশ উত্তরপাড়া হাসপাতালে পৌঁছে দুজনকেই জিজ্ঞাসাবাদ করে। হামলাকারীকে আটক করেছেন বলে খবর।
