সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ২৪ ঘণ্টার মধ্যে ফের রক্ত ঝরল দক্ষিণ ২৪ পরগনায়। এবার ডায়গনস্টিক সেন্টারের কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সহকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিষ্ণুপুর থানার আমতলার ডাউন এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানার আমতলার ডাউনে ডায়গনস্টিক সেন্টার রয়েছে। এদিন সন্ধে ছটা নাগাদ সেখানকার দুই কর্মী অনুপ বসু ও সুনাম পাল এদিন বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, কথা কাটাকাটির সময় সহকর্মীকে গালিগালাজ করেন অনুপ। পালটা কুড়ুল নিয়ে এসে তাঁকে কুপিয়ে দেয় সুনাম। জানা গিয়েছে, মৃত অনুপ বসু বেহালার বাসিন্দা। এদিকে অভিযুক্ত সুনাম বিষ্ণুপুর থানার বাখরাহাটে থাকেন।
[আরও পড়ুন: ভাড়া দেওয়ার ক্ষমতা নেই! দূরে ডিউটি পড়তেই বিষ খেলেন সিভিক ভলান্টিয়ার]
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটির একতলায় রয়েছে ডায়গনস্টিক সেন্টার। ঘটনার কিছুক্ষণ পর রক্তের গন্ধ পায় এলাকার বাসিন্দারা। তাঁরা উপরে উঠে দেখেন সুনাম রক্ত পরিষ্কার করছেন। তখনই বিপদের গন্ধ পান এলাকাবাসীরা। তাই তাঁরা বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্ত সুনামকে গ্রেপ্তার করে। খুনের হাতিয়ার কুড়ুল উদ্ধার হয়েছে। এদিকে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। বুধবার তাঁকে আলিপুর আদালতে তোলা হবে।
