শাহাজাদ হোসেন, ফরাক্কা: কাদের দেহ আগে সৎকার হবে! তা নিয়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক বচসা। ঘটনাস্থলেই বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবককে। ঘটনায় গুরুতর জখম আরও দুই। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বহরমপুরের গোরাবাজার শ্মশানঘাটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তাঁদেরও খোঁজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত ওই যুবকের নাম জয়ন্ত ঘোষ। জানা যায়, শনিবার রাতে বহরমপুরের গোরাবাজার শ্মশানঘাটে এক ব্যক্তির দেহ সৎকার করতে আসেন স্থানীয় মানুষজন। সেই দলেই ছিলেন ডোমকলের পাড়দেয়া জিতপুরের বাসিন্দা জয়ন্ত ঘোষ। সেই সময় কলাবেড়িয়া গ্রামের আরও একজনের দেহ সৎকারে নিয়ে আসেন বেশ কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, কাদের দেহ আগে সৎকার হবে তা নিয়ে দু'পক্ষের মধ্যে তুমুল বচসার পরিস্থিতি তৈরি হয়। যা নিয়ে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। শুধু তাই নয়, দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে বলেও অভিযোগ।
স্থানীয়দের দাবি, বহরমপুর থানার কলাবেড়িয়া থেকে আসা লোকজন হঠাৎ করে জয়ন্তকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এমনকী তাঁর পিছনে বাঁশ দিয়েও মারা হয় বলেও অভিযোগ। একেবারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয় মানুষজনই দ্রুত তাঁকে উদ্ধার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা জয়ন্ত ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুজন। দুজনকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বহরমপুর থানার পুলিশের দাবি, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা চিহ্নিত করার চেষ্টা চলছে।
