সৈকত মাইতি, তমলুক: বারবার প্রেম নিবেদনের পর শুধুই প্রত্যাখ্যান! প্রতিশোধ নিতে তাই দশম শ্রেণির স্কুলছাত্রীকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই স্কুলছাত্রীর আরেক বান্ধবীও। অভিযুক্ত যুবকের গ্রেপ্তারির দাবিতে সরব এলাকাবাসী।

চণ্ডীপুর বরজ হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়া শ্রাবণী ভুঁইয়া। বাবা বিরামপুর এলাকার বাসিন্দা তপন কুমার ভুঁইয়া পেশায় ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরে স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় কুশলপুর গ্রামের বাসিন্দা আকাশ সামন্ত। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রাবণী। গত ১৮ জানুয়ারি বেশ কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে স্কুলে সরস্বতী পুজোর কার্ড বিলি করার জন্য বেরিয়েছিল শ্রাবণী। তখনই তার পথ আটকায় অভিযুক্ত ওই যুবক। প্রেমের প্রস্তাব দেয়। সে সময় ওই যুবককে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে। অভিযোগ, কোল্ড ড্রিংকসের বোতল হাতে ধরিয়ে জোর করে শ্রাবণী এবং তার এক বান্ধবীকে খাইয়ে দেওয়া হয়।
বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে দুজনে। আশঙ্কাজনক অবস্থায় তাদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে শ্রাবণীর মৃত্যু হয়। তার বন্ধু এখনও ভর্তি হাসপাতালে। চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। অভিযুক্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আকাশ। চণ্ডীপুর থানার ওসি দীপক অধিকারী জানান, ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।