shono
Advertisement
Murshidabad

মুর্শিদাবাদে কিশোরীকে 'যৌন নির্যাতন', সালিশি সভায় ৫ হাজার জরিমানা অভিযুক্তকে!

পরে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
Published By: Suhrid DasPosted: 05:10 PM Mar 02, 2025Updated: 05:16 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। সেই ঘটনা জানাজানি হতে এলাকায় বসে সালিশি সভা। সেখানে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু অভিযুক্ত সেই টাকা দিতে রাজি হননি। তারপরেই পুলিশের কাছে ওই নাবালিকার পরিবার লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানায়। ধৃতের নাম অজয় প্রামাণিক ওরফে ঠ্যাঙা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি শুক্রবার সন্ধ্যার। বীরভূম সীমানা লাগোয়া গ্রামে নাবালিকার বাড়ি। গ্রামের একটা অংশে মেলা বসেছে। অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে মেলায় নিয়ে গিয়েছিল। অভিযোগ, সেখানে নিয়ে যাওয়ার পথে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় ওই যুবক। এদিকে মেয়েকে পাওয়া যাচ্ছে না দেখে নাবালিকার পরিবারের পক্ষ থেকে গ্রামজুড়ে খোঁজ শুরু হয়। রাত সাড়ে আটটা পর্যন্ত কোথাও তাকে দেখা যায়নি বলে পরিবারের দাবি।

এরপর রাত সাড়ে আটটা নাগাদ ওই নাবালিকা একাই গ্রামের পথ ধরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে কান্নাকাটি শুরু করে। গোটা ঘটনা পরিবারের লোকদের বলে। ঘটনা জানাজানি হলে শনিবার গ্রামে সালিশি সভা বসানো হয়! ঘটনার জন্য 'শাস্তি' স্বরূপ অজয় প্রামাণিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করে ওই যুবক।

শনিবার রাতেই বড়ঞা থানায় ওই নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ রবিবার ধৃতকে পুলিশ আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামিকাল সোমবার ধৃতকে পকসো আদালতে তোলা হবে। পকসো আইনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। সেই ঘটনা জানাজানি হতে এলাকায় বসে সালিশি সভা।
  • সেখানে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু অভিযুক্ত সেই টাকা দিতে রাজি হননি।
  • তারপরেই পুলিশের কাছে ওই নাবালিকার পরিবার লিখিত অভিযোগ দায়ের করে।
Advertisement