shono
Advertisement

রেললাইন থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের

মৃতের শরীরে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন৷
Posted: 04:14 PM Oct 05, 2018Updated: 04:14 PM Oct 05, 2018

সুব্রত বিশ্বাস: শালিমার ৩ নম্বর গেটের কাছে লাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মাথা ও মুখে গভীর ক্ষত থাকায় মৃত্যুর কারণ সন্দেহজনক বলে পুলিশের অনুমান। শুক্রবার সকালে এলাকার মানুষজন দেহটি দেখে রেল পুলিশকে খবর দেন। শালিমার রেল পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। দেহের পাশে পড়ে থাকা বাস কনডাক্টরের ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। ব্যাগে বাসের টিকিটের বান্ডিল ও কাগজপত্র ঘেঁটে পুলিশ জানতে পারে তাঁর নাম সন্টু মালিক। আন্দুলে বাড়ি। বাড়ির লোকজনকে দেহ শনাক্ত করার জন্য খবর দেওয়া হয়েছে।

Advertisement

[স্বামীকে বাঁচাতে গিয়ে খুন তৃণমূলকর্মীর স্ত্রী, নদিয়ায় চাঞ্চল্য]

মৃতের মাথা ও মুখে গভীর ক্ষতে খুনের সন্দেহ উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুলিশ যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঞ্চলটি সমাজবিরোধীর আড্ডাখানায় পরিণত। নিচে রেললাইন উপরে আন্দুল রোড। রাত হতেই মদ, জুয়ার আড্ডা বসে। নানা জায়গা থেকে অপরাধীরা এসে জড়ো হয়। রোজই নানা ঝামেলা হয়। এদিনও তার প্রভাবে খুনের ঘটনা বলে বাসিন্দাদের সন্দেহ। রেল পুলিশ জানিয়েছে, খুন সন্দেহ হওয়ায় এলাকায় জিজ্ঞাসাবাদ করা হলেও কেউই কোনও কথা বলেনি। ফলে তদন্ত করেও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি এখনও। তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement