shono
Advertisement

খেলনা পিস্তল নিয়ে ডিআরডিও’র পরিচয়ে স্কুলে ঢুকে হুমকি, ধৃত ‘গুণধর’যুবক

আগে এই স্কুলেই শিক্ষকতা করত ধৃত যুবক অরিজিৎ মেটে৷ The post খেলনা পিস্তল নিয়ে ডিআরডিও’র পরিচয়ে স্কুলে ঢুকে হুমকি, ধৃত ‘গুণধর’ যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:27 PM Aug 09, 2019Updated: 07:40 PM Aug 09, 2019

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ডিআরডিও পরিচয় দিয়ে হুগলির ইংরাজি মাধ্যম স্কুলে ঢুকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ আপাতত সে জেল হেফাজতে৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি নকল বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

[আরও পড়ুন: মহিলাকে ধারাল অস্ত্রের কোপ ব্যক্তির, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা]

ঘটনার সূত্রপাত ২৬ জুলাই৷ এই দিন কোন্নগরের একটি ইংরাজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল বিশ্বরূপ দাসকে ফোন করে ডিআরডিও বলে নিজের পরিচয় দেন জনৈক অরিজিৎ মেটে নামে এক ব্যক্তি৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে প্রিন্সিপালকে তিনি জানান, তাঁর স্কুলের তিন শিক্ষক এবং এক কর্মীর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ আছে৷ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আছে৷ বলা হয়, কম্পিউটারের হার্ড ডিস্কের মাধ্যমে মহম্মদ নাসিম নামে এক কর্মী স্কুলের সমস্ত তথ্য অন্যত্র পাচার করছে৷ তাই হার্ড ডিস্ক বদলে না ফেললে সমুহ বিপদের কথাও শোনান ওই ব্যক্তি৷ বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মোবাইলের সিম কার্ড বদলে ফেলার নির্দেশ দেন৷

এরপর অরিজিৎ মেটে নামে ওই যুবক একদিন স্কুলে গিয়ে তদন্ত করেন, জিজ্ঞাসাবাদও করেন৷ বেশ কয়েকবার তিনি স্কুলে যান৷ মঙ্গলবারও গিয়েছিলেন স্কুলে৷ প্রিন্সিপালের সঙ্গে কথা বলার সময়ে সিসিটিভিতে তাঁর ছবি ধরা পড়ে৷ তাতে আরেক শিক্ষক দেখতে পান, ওই ব্যক্তির ট্রাউজারের পকেট থেকে উঁকি মারছে পিস্তল৷ তা দেখে আতঙ্কিত ওই শিক্ষক উত্তরপাড়া থানায় ফোন করে সবটা জানান৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরিজিৎকে গ্রেপ্তার করে৷ তারপরই গোটা বিষয়টি পরিষ্কার হয়৷

[আরও পড়ুন: ব্রাত্যজীবনে ইতি, অসহায় মাকে সংসারে ফিরিয়ে দায়িত্ব নিল ছেলে]

জানা গিয়েছে, অরিজিৎ মেটে দেড় বছর আগে এই স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন৷ পরে ছেড়ে অন্য স্কুলে যোগ দেন৷ তবে এই স্কুলের মহম্মদ নাসিম নামে এক কর্মীর সঙ্গে অরিজিতের ব্যক্তিগত শত্রুতা ছিল৷ তাই সে বদলা নিতে ডিআরডিও’র নাম করে পরিকল্পনা করে৷ কিন্তু শেষমেশ পরিকল্পনা বানচাল হয়ে যায়৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় স্কুলে৷ এমনকি দুজন শিক্ষিকা পদত্যাগও করেন৷ আপাতত অরিজিৎ জেল হেফাজতে৷ স্কুলের পঠনপাঠন স্বাভাবিক থাকলেও, থমথমে সামগ্রিক পরিবেশ৷

The post খেলনা পিস্তল নিয়ে ডিআরডিও’র পরিচয়ে স্কুলে ঢুকে হুমকি, ধৃত ‘গুণধর’ যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement