সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ পালন করছেন দিওয়ালি, কেউবা দিওয়ালি (Diwali 2020)। কেউ মগ্ন কালীপুজোয় (Kali puja 2020), কেউ আবার অলক্ষ্মীর বিদায়ের জন্য করছেন দীপান্বিতা লক্ষ্মীপুজো (Laxmi Puja)। করোনা (Coronavirus) পরিস্থিতিতেও এভাবেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উৎসবে মেতেছেন টলিউড-বলিউডের তারকারা।
“অন্ধকার সরিয়ে শুরু হোক আলোর পথে যাত্রা, কালিমা মুছে গিয়ে সকলের সংসারে বিরাজ করুক শান্তি।” এভাবেই কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
মাস্ক পরেই কালী ঠাকুর উদ্বোধনে গিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজের সৌন্দর্যের দ্যুতি ছবিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, অর্পিতা চট্টোপাধ্যায়ও।
“এই বছরটা বাকি বছরের থেকে সত্যিই একদম অন্যরকম । এ বছর আমরা কেউই কোনও বাজি ফাটাতে পারব না, আমি সময় কাটাব আমার পরিবারের সঙ্গে, আর অবশ্যই থাকবে আমার পোষ্যরা। বাড়িতেই আলো দিয়ে সাজিয়ে, আলোর উৎসব উদযাপন করব।” জানালেন অভিনেতা যশ (Yash)।
[আরও পড়ুন: জীবনের ইঁদুর দৌঁড়ে হারিয়ে যাওয়া শৈশবের কাহিনি নিয়ে প্রকাশ্যে ‘হাবজি গাবজি’র ট্রেলার]
বাংলার দীপাবলি বলিউডে হয়ে উঠেছে দিওয়ালি। পাঠানি কুর্তা পরে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন বি-টাউনের সুলতান সলমন খান (Salman Khan )।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) শুভেচ্ছা জানিয়েছেন অযোধ্যার লক্ষ লক্ষ প্রদীপের ছবি শেয়ার করে। শুভেচ্ছা জানিয়েছেন আমির খান (Aamir Khan), করিনা কাপুর (kareena Kapur), সইফ আলি খানও।
দিওয়ালির পাশাপাশি শনিবার রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বিবাহবার্ষিকী। ২০১৮ সালের এই দিনেই নিজেদের দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়েছিলেন দুই তারকা। সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন দু’জনেই।