shono
Advertisement

এ যে সাক্ষাৎ জটায়ু! লোকসভায় বিজেপি সাংসদকে দেখে চমকে উঠলেন অনেকেই

চিনে নিন এই সাংসদকে।
Posted: 12:33 PM Feb 04, 2022Updated: 04:29 PM Feb 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভায় জটায়ু! নেট দুনিয়ায় ভাইরাল উত্তরপ্রদেশের BJP সাংসদ হরিশ দ্বিবেদীর ছবি। এই রাজনীতিবিদের চেহারার সঙ্গে ফেলুদার সঙ্গী লালমোহনবাবু ওরফে জটায়ুর চেহারার আশ্চর্য মিল দেখে বিস্মিত নেটিজেনরা। একজন মজা করে লেখেন, উনি নিশ্চয়ই ‘বিধানসভাকে পট্ভূমিকামে’ কোনও উপন্যাস লিখছেন। তাঁকে অবশ্য দেখা গিয়েছে লোকসভায়, বিধানসভায় নয়। তবু এই তুলনা মনে করিয়ে দেয় ‘সোনার কেল্লা’ সিনেমায় সন্তোষ দত্ত (Santosh Dutta) অভিনীত জটায়ু (Jatayu) চরিত্রের মুখে শুনতে পাওয়া বাংলা টানের হিন্দি উচ্চারণের সেই কাল্ট দৃশ্যটির কথা। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বিজেপির সাংসদ হরিশ। এই মুহূর্তে বসতি লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি।

Advertisement

সন্তোষ দত্ত মারা যাওয়ার পরে খোদ স্রষ্টার খেদোক্তি ছিল, ”সন্তোষ নেই, আমি আর ফেলুদা করব না।” পরবর্তী সময়ে সত্যজিতের প্রয়াণের পরে কবীর সুমন গান লেখেন, ”জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ।” জটায়ু, ফেলুদা, তোপসের ট্রায়োকে আবারও পর্দায় ফেরান সন্দীপ রায়। একে একে রবি ঘোষ, অনুপ কুমার, বিভু ভট্টাচার্যকে দেখা যায় রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিকের ভূমিকায়। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে জটায়ু হয়েছিলেন অনির্বাণ চক্রবর্তী। তারও আগে হিন্দিতে ‘কিসসা কাঠমান্ডু মে’ ছবিতে তিনি জটায়ুর ভূমিকায় দেখা গিয়েছিল মোহন আগাসিকে। কিন্তু আজও অমলিন সন্তোষ দত্ত অভিনীত জটায়ুর আবেদন। সেই নস্ট্যালজিয়াই ফিরিয়ে দিলেন হরিশ।

[আরও পড়ুন: বক্তৃতা শুনে মাথাগরম হয়ে গিয়েছিল, বলছে ওয়েইসির গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তরা]

সেই সঙ্গে অনেকেরই মনে পড়েছে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছোটগল্প ‘রতনবাবু আর সেই লোকটা’র কথা। যেখানে পরস্পরের একেবারেই অনাত্মীয় ও কোনওরকম সম্পর্কহীন দুই ব্যক্তির মধ্যে দেখা গিয়েছিল আশ্চর্য মিল। গেরুয়া শিবিরের এই সাংসদের সঙ্গে স্বভাবগত কোনও মিলের পরিচয় না পেলেও অন্তত চেহারায় সন্তোষ দত্ত অভিনীত চরিত্রটির অদ্ভুত এই মিল নিয়ে শোরগোল নেট ভুবনে।

টিভিতে সংসদের অধিবেশন দেখতে দেখতে অনেকেই শেয়ার করতে থাকেন হরিশের ছবি। তাতে লাইক ও কমেন্ট করতে থাকেন বহু নেটিজেন। ৪৮ বছরের এই নেতা ঝড় তুলে গেলেন বাঙালির হৃদয়ে। আরও একবার মনে পড়ে গেল, সত্যজিতের অমর সৃষ্টি আজও কতটা ‘টাটকা’ পাঠক-দর্শকদের হৃদয়ে।

[আরও পড়ুন: পাঞ্জাব ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপোকে গ্রেপ্তার করল ED]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার