সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নুন আনতে পান্তা ফুরনো সংসার। দু’পয়সা বেশি আয়ের আশায় সংসার ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে কেরলে কাজে গিয়ে বিপত্তি। প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের।
নিহত পঞ্চাশোর্ধ্ব শেখ জামাল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের পূর্ব খানসাহেব আবাদের রামকরচক এলাকার বাসিন্দা। মৃত শ্রমিকের শোকার্ত বাবা শেখ সিরাজুল জানান, পেটের তাগিদে কিছু বেশি উপার্জনের আশায় হাসিমুখেই ভিনরাজ্যে কাজে গিয়েছিল। এরপরই কান্নায় ভেঙে পড়েন।
[আরও পড়ুন: ব়্যাগিং রুখতে এবার যাদবপুর ক্যাম্পাসে AI নজরদারি! কী জানালেন উপাচার্য?]
মৃতের ভাই শেখ রফিক জানান, ৯ মাস আগে কেরলের তালেস্বরিতে ছাদের সেনিটারিংয়ের কাজে যান তাঁর দাদা শেখ জামাল। অনেক উঁচুতে উঠে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে জানান।
নিহত ওই পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে আসা হচ্ছে গ্রামের বাড়িতে। ওই শ্রমিকের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না তাঁর আত্মীয়-পরিজনরা। সংসারের একমাত্র রোজগেরের মৃত্যুতে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে সকলের।