সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সের পার্থক্য মন মানেনি৷ তাই ৬৪ বছর বয়সে বিয়ে করেছিলেন ২৭ বছরের ছাত্রীকে৷ ফল হাতেনাতে পেলেন বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ কমিউনিকেশনের অধক্ষ ডঃ আকাশ কে রোজ৷ স্ত্রী কৃপার পরিবারের হাতেই বেধড়ক মার খেলেন তিনি৷ লাঞ্চনার হাত থেকে রেহাই পাননি কৃপাও৷
২০১০ সালে ইনস্টিটিউটে ছাত্রী হিসেবে যোগ দেন কৃপা৷ তখন তাঁর বয়স ছিল ২১, আর আকাশ ছিলেন ৫৯ বছরের প্রৌঢ়৷ তবে, প্রেমের আবেগ বয়সের বাধা টপকে নিজের গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগেনি৷ চলতি বছরের মে মাসে বাড়িতে না জানিয়ে হিন্দু ম্যারেজ অ্যাক্ট-এ আকাশকে বিয়ে করেন কৃপা৷ একথা বাড়িতে জানাজানি হতেই বিক্ষোভের মুখে পড়তে হয় কৃপাকে৷ কৃপার বাবা অভিযোগ করেন, যেহেতু আকাশ খ্রীষ্টান ধর্মালম্বী তাই এই বিয়ে বৈধতা পাবে না৷ আকাশ এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন বলেও অভিযোগ তাঁর৷
শনিবার নিজেদের বিয়ের কাগজপপত্র ঠিক করতেই রাজেশ্বর নগরের ডেপুটি রেজিস্ট্রারে অফিসে গিয়েছিলেন কৃপা-আকাশ৷ সেখানে তাঁদের উপর চড়াও হন কৃপার বাবা ও তাঁর বন্ধুরা৷ আকাশকে বাঁচাতে গিয়ে হেনস্তার শিকার হন কৃপাও৷ অবশ্য কারোই তেমন বড়সড় আঘাত লাগেনি বলেই খবর৷
The post ছাত্রীকে বিয়ে, হেনস্তা বৃদ্ধ অধ্যক্ষর appeared first on Sangbad Pratidin.