সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেনস্তার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকরও। তবে প্রতিবাদ করতে পারেননি। বরং তিনি চুপ করে থাকতেই বাধ্য হয়েছেন। হ্যাঁ, সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে এসে মনের ঝাঁপি খুললেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
ঠিক কী বলেছেন ভূমি?
ভূমি জানান, ''বহু যুগ ধরে অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মেয়েদের এ বার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে প্রতিবাদ করতে হবে। তাঁদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা সমাজকে জানাতে হবে। তবে সমাজকে পাশে পাবেন তাঁরা।''
এদিন ভূমি আরও বলেন, ''দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনও না কোনও ভাবে হেনস্থার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে রোজের জীবনযাত্রার উপর। যা একেবারেই উচিত নয়।''
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভূমির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক অ্য়াওয়ার্ড শোয়ে হাজির হয়েছেন ভূমি। তাঁর পরনে এক আজব পোশাক। পোশাকের উপরিভাগ, স্তনের কাছে স্বচ্ছ কাচের মতো। আর তার মধ্যেই খেলা করছে দুই নকল সাপ! ভূমির এই ব্লাউজ নিয়ে নেটপাড়ায় ঠাট্টা শুরু। হঠাৎ এমন পোশাক পরার কেন শখ জাগল অভিনেত্রীর, সেই প্রশ্নেই এখন জেরবার তিনি। নিন্দুকরা বলছেন,শেষমেশ উরফি থেকেই আইডিয়া চুরি করতে হল!
মাঝে মঝ্যেই সোশাল মিডিয়ায় বোল্ড লুকে ধরা দেন ভূমি পেড়নেকর। ভূমি পেড়নেকর যখন বলিউডে ডেবিউ করেন, তখন তাঁর ওজন ছিল ৯০ কেজি। প্রথম সিনেমার জন্য তিনি ৩০ কেজি বাড়িয়েছিলেন। তবে পরে কড়া ডায়েট চার্ট মেনে শরীর একেবারে মেদহীন করে ঝরঝরে চাবুক ফিগারে ধরা দেন। ভূমির এই ট্রান্সফরমেশন নিয়ে কিন্তু কম চর্চা হয়নি। অনেকে বলেন জিরো ফিগারের চেয়ে আগেই অভিনেত্রীকে বেশি মানাত! আবার অনেকে ভূমি পেড়নেকরের ‘সেক্সি’ অবতারে কাত হন!
সে যাই হোক, ভূমি পেড়নেকর ৩২ কেজি ওজন কমিয়েছেন। অনেকেই মনে করেন যে, তিনি হয়তো কম খাবার খেয়ে বা খিদে পেটে থেকে এই হারে ওজন কমিয়েছেন। বিষয়টি কিন্তু মোটেই সেরকম নয়! বরং ভূমি ভালো ডায়েট প্ল্যান মেনে চলেছেন এবং কড়া ওয়ার্কআউটের মাধ্যমেই এমন অসাধ্যসাধন করেছেন। ভূমির মতে, “তুমি যেমন, তেমনই নিজের শরীরকে ভালোবাসো।”