সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের রাতে এক পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে খুন এএসআই! শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এদিকে সেই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়ি। পুলিশের দাবি, সেই সুযোগে মূল অভিযুক্ত বন্দুক ছিনিয়ে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালটা গুলি চালায় পুলিশ। অভিযুক্তের পায়ে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন সে। ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরে।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। মুঙ্গেরের মুফাসসিল থানায় এএসআই সন্তোষকুমার সিং শুক্রবার ১১২ হেল্পলাইনের দায়িত্বে ছিলেন। নন্দলালপুর গ্রাম থেকে তাঁর কাছে এক পারিবারিক বিবাদের খবর আসে। ঘটনাস্থলে যান সন্তোষ। সেখানে পৌঁছতেই তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর আহত সন্তোষকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে, তাঁকে পাটনার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।
ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নিয়ে পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের ভ্যান। সুযোগ নিয়ে পুলিশের হাত থেকে পালাতে চায় মূল অভিযুক্ত গুড্ডু যাদব। পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালাতে থাকে সে। আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। গুড্ডুর পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসপি ইমরান মাসুদ বলেন, "চার অভিযুক্তকে গ্রেপ্তারের পর, পুলিশ পলাতক অভিযুক্তদের খোঁজে গ্রেপ্তারের জন্য যাচ্ছিল। সেই সময় পুলিশের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।ঘটনায় পুলিশ সদস্যরা আহত হন। তখন গুড্ডু যাদব গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তার পায়ে গুলি চালিয়েছে। অভিযুক্ত হাসপাতালে ভর্তি।"