শংকরকুমার রায়, রায়গঞ্জ: অবাক কাণ্ড! একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি। রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের আমবাগান এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা। সদ্যোজাত পাঁচ সন্তানের মা তাহেরা বেগম আপাতত শারীরিকভাবে স্থিতিশীল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম পেশায় পরিযায়ী শ্রমিক বর্তমানে ভিনরাজ্যে কর্মরত। তাঁর স্ত্রী তাহেরা বেগম। তাদের একটি দেড় বছরের সন্তান রয়েছে। এর মধ্যেই ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই সময় শারীরিক পরীক্ষা করে দেখা যায় তাহেরা বিবির গর্ভে ৫টি সন্তান রয়েছে। এদিন তাঁরা ভূমিষ্ঠ হয়।
[আরও পড়ুন: পর পর দুই বাড়িতে চুরি, জানলার গ্রিল ভেঙে বিপুল নগদ ও প্রায় ২০ ভরি গয়না নিয়ে চম্পট]
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফারজানা নুরি বলেন, "ওই প্রসূতির আল্ট্রাসোনোগ্রাফিতে আগেই জানানো হয়, ওই গর্ভবতীর পাঁচ সন্তান রয়েছে। রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন গর্ভবতী তাহেরা বেগম। ভর্তির কিছুক্ষণের মধ্যে সিজার ছাড়াই স্বাভাবিকভাবে পাঁচ নবজাতকের জন্ম হয়।" আপাতত সদ্যোজাতরাও ভালো আছে বলেই খবর। সদ্য পাঁচ নাতনির দাদু জাহেদুর রহমান বলেন, "আমি অবাক। একসঙ্গে পাঁচ নাতনির মুখ দেখলাম।"