shono
Advertisement

বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি রাজ্য বার কাউন্সিলের, বিরোধিতা বিকাশ ভট্টাচার্যের

ফেসবুক পোস্টে কী লিখলেন সিপিএম নেতা তথা আইনজীবী?
Posted: 10:43 PM Jun 27, 2021Updated: 01:42 PM Jun 28, 2021

শুভঙ্কর বসু: কলকাতা হাই কোর্টের (Calcutta HC) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি লেখার কোনও এক্তিয়ার নেই রাজ্য বার কাউন্সিলের। এমনই দাবি তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর আবেদন, রাজ্যের বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট (Supreme Court)।  এ নিয়ে রাতেই একটি ফেসবুক পোস্ট করেন তিনি। 

Advertisement

রবিবার সন্ধেবেলা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম  কোর্টের প্রধান বিচারপতি (CJI) এনভি রামান্নাকে চিঠি পাঠিয়েছেন রাজ্য়ের বার কাউন্সিলের  (Bar Council of West Bengal) চেয়ারম্যান আইনজীবী অশোক দেব। তাতে তাঁর বক্তব্য, একাধিক প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাই তাঁকে অপসারণের দাবি জানাচ্ছে বার কাউন্সিল।  এ প্রসঙ্গে নারদ মামলার (Narada case) উল্লেখ করেছেন তিনি। 

[আরও পড়ুন: কসবা ভুয়ো টিকা কাণ্ড: করোনা টিকা চেয়ে সেরামকে ইমেল করেছিল দেবাঞ্জন, মিলল নয়া তথ্য]

ঠিক এর পরই রাজ্যের বার কাউন্সিলের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, যেহেতু রাজ্যের বার কাউন্সিল গোটা রাজ্যের আইনজীবীদের প্রতিনিধিত্ব করে, তাই তার আরও দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত। কারণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এ ধরনের কোনও চিঠি লেখার এক্তিয়ার নেই বার কাউন্সিলের চেয়ারম্যানের, তা তাঁর জানা উচিত বলে মনে করেন বিকাশরঞ্জনবাবু। আর এসব জানিয়েই CJI’এর কাছে তাঁর অনুরোধ, আইনজীবী অশোক দেবের বিরুদ্ধে যেন সুয়ো মোটো (Suo Moto case) অর্থাৎ স্বতঃপ্রণোদিত মামলা করা হয় সুপ্রিম কোর্টের তরফে। 

[আরও পড়ুন: Madhyamik : জমা দেওয়ার পরও বারবার নবম শ্রেণির নম্বর পরিবর্তনের আরজি স্কুলের! নাজেহাল পর্ষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement