সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দির পাশাপাশি এখন বাংলা ছবিতেও এসেছে বায়োপিকের ট্রেন্ড। একের পর এক বায়োপিক তৈরি হচ্ছে বাংলায়। এর মধ্যে যেমন রয়েছে ঐতিহাসিক চরিত্রকে পর্দায় তুলে আনা, তেমনই রয়েছে আজকের কোনও নামী মানুষের গল্পও। এবার সেই তালিকাতেই যোগ হতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম। তাঁর জীবনও উঠে আসছে সেলুলয়েডে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। উদ্যোগ নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিই হয়তো সিনেমাটি পরিচালনা করবেন। তবে এনিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সৌমিত্র নিজে বায়োপিকের কথা স্বীকার করেছেন। তবে সঙ্গে এও জানিয়েছেন, ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি।
[ স্টিং অপারেশন নিয়ে মুখ খুললেন সানি লিওনে ও সোনু সুদ ]
গত বছর পুজোয় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’। ভাওয়াল সন্ন্যাসীর গল্প নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটি। এরপর আবারও তিনি বায়োপিক তৈরির দিকেই মন দিয়েছেন। এবার তাঁর ক্যামেরায় উঠে আসবে গুমনামি বাবার গল্প। শুধু সৃজিতই নয়, অনিকেত চট্টোপাধ্যায় ও অঞ্জন দত্তও মন দিয়েছেন বায়োপিকের দিকেই। অনিকেত চট্টেপাধ্যায় ছবি বানাতে চলেছেন পদ্মশ্রী সুভাষিনী মিস্ত্রিকে নিয়ে। তাঁর জীবনসংগ্রাম নিয়ে তৈরি হবে ছবিটি। যদিও ছবির নাম এখনও তৈরি হয়নি। অঞ্জন দত্ত ছবি বানাচ্ছেন বিনয়, বাদল ও দীনেশকে নিয়ে। ছবির নাম ‘অপারেশন রাইটার্স’। ৮ ডিসেম্বরের তিন বিপ্লবীর রাইটার্স অভিযানের গল্প উঠে আসবে ছবিতে। সে দিনের সেই ‘গান ব্যাটল ইন ভেরান্ডা’-কে পর্দায় তুলে ধরবেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী আর অনির্বাণ ভট্টাচার্য।
[ অসুস্থ ক্যাটরিনা! আপাতত বন্ধ ‘ভারত’ ছবির শুটিং ]
The post সেলুলয়েডে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন, পরিচালক কে? appeared first on Sangbad Pratidin.