shono
Advertisement

রাজস্থানে গণধর্ষণের ঘটনায় উদ্বেগ নাড্ডার, ঘটনাস্থল পরিদর্শনে লকেটরা

লকেট-সহ ৪ মহিলা সদস্যের দল দিল্লি থেকে রওনা হয়েছে।
Posted: 12:29 PM Aug 05, 2023Updated: 12:29 PM Aug 05, 2023

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজস্থানের (Rajasthan) ভিলওয়াড়ার গণধর্ষণের ঘটনার পর থেকেই গেহলট সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি (BJP)। কংগ্রেস শাসিত মরুরাজ্যকে দেশের ‘ধর্ষণ-রাজধানী’ বলে তোপও দাগতে দেখা গিয়েছে পদ্ম শিবিরকে। এবার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতে ৪ মহিলা সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত বিজেপির। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) নির্দেশে ওই প্রতিনিধি দল শনিবারই দিল্লি থেকে রাজস্থানে যাচ্ছে। সেই দলে রয়েছেন বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chattarjee)।

Advertisement

ভিলওয়াড়ার ইটভাটা থেকে কিশোরীর পোড়া দেহাংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে। ১৪ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে খুন করার পর প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। তিন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা করেছেন নাড্ডা। রাজস্থানে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যক্ত করে ভিলওয়াড়ার ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি সেখানে পাঠানোর কথাও ঘোষণা করেন তিনি। কমিটিতে লকেট ছাড়া রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি সরোজ পাণ্ডে ও দুই সাংসদ রেখা ভার্মা, কান্তা কর্দম। দলটির আজই রাজস্থান পৌঁছনোর কথা।

[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! নুসরতের কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে মুখ খুললেন স্বামী যশ]

শুক্রবারই রাজস্থানকে ‘ধর্ষণ-রাজধানী’ হিসেবে অভিহিত করতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদ রঞ্জিতা কোলিকে। এবার তদন্ত কমিটির ভিলওয়াড়া যাওয়ার পরিকল্পনা থেকে পরিষ্কার, নির্বাচনমুখী কংগ্রেসশাসিত রাজ্যকে এই ইস্যুতে কোণঠাসা করতে চাইছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, বিরোধীদের বারবার অভিযোগ করতে দেখা গিয়েছে অ-বিজেপিশাসিত রাজ্যে কোনও নারী নির্যাতন কিংবা অন্য কোনও অপরাধের ক্ষেত্রে যতটা সরব হয় মোদি সরকার, বিজেপিশাসিত রাজ্যগুলির ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা। উদাহরণ হিসেবে উঠে এসেছে মণিপুরের নাম। ৩ মাসেরও বেশি সময় ধরে জ্বলছে উত্তর-পূর্বের রাজ্যটি। কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ কেন্দ্রের। এমনটাই অভিযোগ বিরোধী গোষ্ঠীদের।

[আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement