shono
Advertisement
Karnataka

সাইবার প্রতারণায় উধাও ৫০ লক্ষ! শেষ সম্বল খুইয়ে 'আত্মঘাতী' বৃদ্ধ দম্পতি

দম্পতির ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইট নোট।
Published By: Subhankar PatraPosted: 02:38 PM Mar 29, 2025Updated: 02:38 PM Mar 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্রাইম বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে বৃদ্ধ দম্পতির সঙ্গে আর্থিক প্রতারণা। সাইবার অপরাধীদের লাগাতার টাকা চাওয়ার চাপ ও হুমকির জেরে আত্মঘাতী দম্পতি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলায়। দম্পতির ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইট নোট।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম দিয়াঙ্গো নাজারাত ও প্লেভিয়ানা রাজানাত। স্বামী দিয়াঙ্গো ৮৩ বয়সী, স্ত্রী প্লেভিয়ানার বয়স ৭৯। দম্পত্তি মহারাষ্ট্রের সচিবালয়ে কাজ করতেন। অবসরের পর কর্নাটকে চলে আসেন। বৃহস্পতিবার তাঁদের ঘরে দিয়াঙ্গোর গলা কাটা দেহ ও বিছানায় প্লেভিয়ানা শায়িত দেহ উদ্ধার হয়। প্লেভিয়ানা বিষ খেয়েছেন বলেই অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধীরা ডিভিও কলের মাধ্যমে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করে। দম্পতিকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে থাকে। সাইবার অপরাধীরা দাবি করতে থাকে যে দম্পতির মোবাইল নম্বর এবং পরিচয়পত্রের সাহায্যে বেআইনি কাজ হয়েছে। সেই ভয় দেখিয়ে বৃদ্ধ-বৃদ্ধার কাছে ৫ লক্ষ টাকা চায়। তারা সেই টাকা দিয়েও দেন।

দম্পতি ভাবেন এবার এই হুমকি বন্ধ হবে। কিন্তু হয় উলটো। আরও অত্যাচার বাড়ে। আরও টাকা চেয়ে হুমকি আসতে থাকে। তার জেরে ৫০ লক্ষ টাকা হারান দম্পতি। বৃদ্ধ-বৃদ্ধার সন্তান নেই। আত্মীয় পরিজনদের সঙ্গে সেইভাবে যোগাযোগও নেই। কাউকে এই কথা জানাননি। অবশেষে আত্মহত্যা করেন তাঁরা বলে দাবি পুলিশের।

দেহ দু'টি উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান ছিল, এটি একটি খুনের ঘটনা। কিন্তু বাড়ি থেকে সুইসাইড নোট উদ্ধারের পর তদন্ত অন্য মোড় নেয়। পুলিশ দম্পতির মোবাইল ফোন ঘেটে তথ্য জানার চেষ্টা করছে। এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা মৃত বৃদ্ধ দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছি। সবদিক খতিয়ে দেখা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি ক্রাইম বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে বৃদ্ধ দম্পতির সঙ্গে আর্থিক প্রতারণা।
  • সাইবার অপরাধীদের লাগাতার টাকা চাওয়ার চাপ ও হুমকির জেরে আত্মঘাতী দম্পতি।
  • মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলায়।
Advertisement