shono
Advertisement

স্বামী-ভাসুরের অত্যাচারের শিকার তিন তালাক রদ আন্দোলনের নেত্রী ইশরাত জাহান

হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। The post স্বামী-ভাসুরের অত্যাচারের শিকার তিন তালাক রদ আন্দোলনের নেত্রী ইশরাত জাহান appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Sep 24, 2020Updated: 05:23 PM Sep 24, 2020

অরিজিৎ গুপ্ত, হাওড়া: তিন তালাক রদ আন্দোলনের মুখ তিনি। বিজেপি নেত্রী হিসাবে সমানভাবে পরিচিত ইশরাত জাহান (Ishrat Jahan)। সেই তিনিই কিনা নিজের বাড়িতেই নিগৃহীতা। স্বামীর উপস্থিতিতে ভাসুর তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলেই অভিযোগ। হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ।

Advertisement

ইশরাত জাহানের দাবি, বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ হাওড়ার পিলখানায় নিজের বাড়িতে ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় স্বামীর উপস্থিতিতে ভাসুর তাঁকে ধর্ষণের চেষ্টা করে। স্বামী তাতে বাধা দেয়নি বলেও অভিযোগ তাঁর। ইশরাত জাহানের আরও অভিযোগ, স্বামী এবং ভাসুর মিলে তাঁকে মারধরও করে। এমনকী তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। এই প্রথমবার নয়। এর আগেও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছিলেন ইশরাত জাহান।

[আরও পড়ুন: খড়দহে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ব্যাপক বোমাবাজি, নেপথ্যে দলের অন্তর্কলহ?]

নিজের বাড়িতে নির্যাতন সহ্য করে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পাত্রী নন তিনি। তাই তো তড়িঘড়ি গোলাবাড়ি থানার দ্বারস্থ হন বিজেপি নেত্রী। সেখানে স্বামী, ভাসুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপি নেত্রী তথা তিন তালাক (Triple Talaq) রদ আন্দলনের অন্যতম মুখের উপর হামলার অভিযোগ পাওয়মাত্রই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

[আরও পড়ুন: সম্পত্তির লোভে শ্বশুর-শাশুড়িকে খুন করিয়েছে জামাই! হাবড়ার প্রৌঢ় দম্পতি খুনে নয়া মোড়]

The post স্বামী-ভাসুরের অত্যাচারের শিকার তিন তালাক রদ আন্দোলনের নেত্রী ইশরাত জাহান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার