রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। দলীয় সূত্রে খবর, সোমবার সন্ধেবেলায় দিল্লি (Delhi) উড়ে যাচ্ছেন তিনি। প্রায় দু’দিনের সফরে সুকান্ত মজুমদার দেখা করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে। বৈঠক হওয়ার সম্ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গেও।
চলতি সপ্তাহেই বাংলার বিজেপি রাজ্য সভাপতির পদে বড়সড় রদবদল ঘটেছে। দিলীপ ঘোষের (Dilip Ghosh) বদলে রাজ্য সভাপতি হয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর দিলীপ ঘোষ বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতির পদে নিযুক্ত হয়েছেন। নতুন দায়িত্ব পেয়েই সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন সুকান্ত। এরপর তাঁর দিল্লি সফর অবধারিতই ছিল। সেইমতো সোমবার রাতে দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার। সেখানে জেপি নাড্ডার সঙ্গে দলের কাজকর্ম নিয়ে কথা বলতে পারেন তিনি। সুকান্ত নতুন দায়িত্ব নেওয়ার পর বাংলার দলীয় সংগঠনে কীভাবে কাজ করতে হবে, প্রয়োজনে সংগঠনে রদবদলের ক্ষেত্রে রাজ্য সভাপতির ভূমিকা কেমন হতে পারে, তা নিয়েও আলোচনা হতে পারে।
[আরও পড়ুন: WB By-Election: ভবানীপুরে সিপিএমের ভোটপ্রচারে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সুজনের]
মঙ্গলবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করতে পারেন সুকান্ত মজুমদার। সেখানেও বাংলায় দলের কী পরিস্থিতি, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে পারেন তিনি। কথা হতে পারে কার্যপদ্ধতি নিয়েও। সবমিলিয়ে, এক দিল্লি সফরে শাহ-নাড্ডার সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক ঘিরে একাধিক জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলের একাংশে।
[আরও পড়ুন: শোভনের বেহালার বাড়ি কিনে নিলেন বৈশাখী, রত্নাকে ‘সসম্মানে’ বাড়ি ছাড়ার পরামর্শ]
বিজেপি রাজ্য সভাপতির পদে বসার পর থেকেই একাধিক বড় কর্মসূচিতে অংশ নিয়েছেন সুকান্ত মজুমদার। রাস্তায় নেমে প্রতিবাদ করতে গিয়ে পুলিশি বাধার সামনেও পড়েছেন। চলতি সপ্তাহেই কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহত দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে মিছিলের সময়ে পুলিশের বাধা মুখে পড়েন তিনি। সুকান্ত মজুমদার এবং অন্য ২ সাংসদের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলাও করেছে। এসবের পরই তাঁর সোমবারের দিল্লি সফর তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের ধারণা, বাংলায় বিজেপির লড়াই এবার কেমন হবে, তা নিয়ে নাড্ডা-শাহর পরামর্শ চাইবেন সুকান্ত।