ব্রতদীপ ভট্টাচার্য, বারাকপুর: ছেলের উপর দুষ্কৃতী হামলা হয়েছে। এই খবরের ধাক্কা মানসিকভাবে সহ্য করতে পারেননি বৃদ্ধা মা। হৃদরোগে আক্রান্ত হওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার হালিশহরে আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আজ সকালে আক্রান্তের বাড়ি যান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Sing) , বাগদার বিধায়ক দুলাল বর। ঘটনার নেপথ্যে তৃণমূলকে দায়ী করে তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তুলেছেন অর্জুন সিং।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। দলীয় কর্মসূচি সেরে হালিশহরের জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চাননতলার বাসিন্দা তাপস সরকার বাড়ি ফিরছিলেন। তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। অভিযোগ, সেসময় তাঁর উপর হামলা চালায় জনা কয়েক দুষ্কৃতী। এই খবর পৌঁছয় তাঁর বাড়িতে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, খবর পেয়েই ছেলের বড় কোনও ক্ষতির আশঙ্কা করেন তাঁর বৃদ্ধা মা ছায়ারানি সরকার। এরপর হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসার ব্যবস্থা করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ছায়ারানিদেবী।
[আরও পড়ুন: এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ভেলোরের সিএমসি, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাজ্যের]
আক্রান্ত বিজেপি কর্মী তাপসকে রাস্তা থেকে উদ্ধার করে রাতেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান দলের সদস্যরা। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে, দলীয় কর্মীর উপর এমন হামলার খবর শুনে তাঁর মায়ের মৃত্যু হয়েছে, এই খবর পেয়ে আজ সকালে তাপসের বাড়ি যান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, বাগদার বিধায়ক দুলাল বর। অর্জুন সিংয়ের বক্তব্য, ছেলের উপর হামলা চালিয়ে মাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এটা অনিচ্ছাকৃত খুন। তাপস এলাকায় সংগঠন তৈরিতে ভাল কাজ করছিলেন। তাই তাঁকে টার্গেট করে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। ঘটনায় বীজপুর থানায় হামলার অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
[আরও পড়ুন: পূজালি পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ধারালো অস্ত্রের কোপ, আটক ২]
The post ছেলের উপর হামলা, খবর পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি কর্মীর মায়ের appeared first on Sangbad Pratidin.