shono
Advertisement

প্রার্থী নিয়ে ক্ষোভ চরমে, কোচবিহারে বিজেপির জেলা পার্টি অফিসে ধুন্ধুমার

জেলা সভানেত্রীকে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ বিজেপি কর্মীদের। The post প্রার্থী নিয়ে ক্ষোভ চরমে, কোচবিহারে বিজেপির জেলা পার্টি অফিসে ধুন্ধুমার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 AM Mar 22, 2019Updated: 10:24 AM Mar 22, 2019

বিক্রম রায়, কোচবিহার:  বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই ধুন্ধুমার কোচবিহারে। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা করা হয়। প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভে উত্তাল বিজেপির জেলা কার্যালয়। বৃহস্পতিবার রাতে জেলা সভানেত্রীকে জেলা কার্যালয় আটকে রেখে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। পার্টি অফিসে ভাঙচুর চলে বলেও অভিযোগ। এমনকী, কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিককে বিরুদ্ধে পোস্টারও পড়েছে একাধিক জায়গায়। প্রার্থীকে নিয়ে দলের কর্মীদের ক্ষোভের কথা স্বীকার করেছেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা। তবে আর কিছু বলতে চাননি তিনি। এদিকে প্রার্থী নিশীথ প্রামানিকের বক্তব্য,  “বড় দলের মধ্যে ছোটখাটো সমস্যা হয়ে থাকে। শুক্রবার কোচবিহার ফিরবেন। দলের বিক্ষুদ্ধ কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন।” তবে জয়ের ব্যাপারে অবশ্য একশো শতাংশ আশাবাদী কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তবে বিজেপির ঘোষিত প্রার্থী যাই বলুন না কেন, দলের সিদ্ধান্ত না মেনে জেলা বিজেপি নেতৃত্ব কোচবিহারে নতুন প্রার্থীকে মনোনয়নকে পেশ করানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

কিন্তু কোচবিহারের দলের প্রার্থীকে নিয়ে বিজেপি কর্মীদের ক্ষোভের কারণটা কী? একসময়ে তৃণমূল কংগ্রেসের যুবনেতা ছিলেন নিশীথ প্রামানিক। গত ২৮ ফ্রেরুয়ারি দল থেকে বহিষ্কৃত হন তিনি। একমাস আগে যোগ দিয়েছেন বিজেপিতে। কোচবিহারে নিশীথ প্রামানিককে প্রার্থী হিসেবে মেনে নারাজ বিজেপি কর্মীদের একাংশ। বৃহস্পতিবার দিল্লিতে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই বিক্ষোভ শুরু হয়ে যায় কোচবিহারে বিজেপি জেলা কার্যালয়ে। রাতে দীর্ঘক্ষণ জেলা সভানেত্রী  মালতি রাভাকে পার্টি অফিসে আটকে রাখেন বিক্ষোভকারীরা। শেষপর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই প্রার্থী বদলের দাবি জানিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বকে চিঠি পাঠান তিনি। প্রার্থী বদল না হলে প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকি দিয়েছে বিক্ষুদ্ধ  বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের দাবি, কোচবিহারে দলের প্রবীণ নেতা হেমচন্দ্র বর্মন কিংবা সংঘ ঘনিষ্ট দীপক বর্মনকে প্রার্থী করতে হবে। এখনও পর্যন্ত যা খবর,  কোচবিহারের দলের ঘোষিত প্রার্থীর বদলে নতুন প্রার্থীকে মনোনয়ন পেশ করানোর সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। রাতে জরুরি বৈঠকে পাশ হয়ে গিয়েছে রেজুলেশনও। 

দেখুন ভিডিও:

The post প্রার্থী নিয়ে ক্ষোভ চরমে, কোচবিহারে বিজেপির জেলা পার্টি অফিসে ধুন্ধুমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement