অর্ণব আইচ: মহিলার অশ্লীল ছবি তুলে দু’লক্ষ টাকা চেয়ে ‘ব্ল্যাকমেল’ শহরের এক যুবকের। নিজের সম্মান বাঁচাতে যুবককে ৭০ হাজার টাকা দেন ওই মহিলা। কিন্তু বেড়েই চলে ওই যুবকের চাহিদা। শেষ পর্যন্ত যুবকের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
[উড়ো চিঠিতে জারিজুরি ফাঁস, হাতের লেখাই ধরিয়ে দিল ‘ভুয়ো’ জওয়ানকে]
পুলিশ জানিয়েছে, ওই মহিলার সঙ্গে এক যুবকের পরিচয় হয়। তাঁর বাড়িতেও যায় যুবক। বিভিন্ন সময়ে মোবাইলে মহিলার অশ্লীল ছবি তুলত সে। ছবিগুলি মহিলাকে দেখিয়ে সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্ল্যাকমেল করতে শুরু করে। টাকা না দিলে অশ্লীল ছবিগুলি পরিবারের প্রত্যেকের কাছেও পাঠানোর হুমকি দেয় বলেও অভিযোগ। মহিলা নিজের সম্মান রক্ষায় তাকে টাকা দিতে শুরু করেন। বেশ কয়েক দফায় তিনি যুবককে ৭০ হাজার টাকা দেন। কিন্তু তাতেও যুবকের চাহিদা মেটেনি। সে মোট দু’লক্ষ টাকা চায়। মহিলা তাকে জানিয়ে দেন, এর চেয়ে বেশি টাকা তিনি দিতে পারছেন না। তখনই গোলমাল শুরু৷ এর পর মহিলা পুলিশের কাছে যুবকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷
[কেরল থেকে তৃতীয় ট্রেন হাওড়া হয়ে গেল শিবসাগর]
ঠিক একইভাবে আরও একটি প্রতারণার অভিযোগ ওঠে সোনারপুরে৷ কলেজ ছাত্রীর প্রোফাইলে দেওয়া ছবি চুরি করে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ৷ তবে, এক্ষেত্রে সরাসরি টাকা চাওয়া না হলেও ভুয়ো অ্যাকাউন্টে ছাত্রীর ছবি ব্যবহার করে তাঁকে ‘যৌনকর্মী’ হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠে৷ পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে পুলিশের দ্বারস্থ বাসন্তী দেবী কলেজের ওই ছাত্রী৷
[রাজ্যে এল বাজপেয়ীর চিতাভস্ম, বৃহস্পতিবার গঙ্গাসাগরে অস্থি-বিসর্জন]
ছাত্রীর অভিযোগ, সম্প্রতি একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে বলে দেখতে পান ওই ছাত্রী৷ দেখেন, অবিকল তাঁর নাম ও ছবি ব্যবহার করে তৈরি হয়েছে একটি অ্যাকাউন্ট৷ ওই অ্যাকাউন্ট থেকে লাগাতার অশালীন মন্তব্য পোস্ট হতে দেখে মানসিক ভাবে ভেঙে পড়েন ছাত্রী৷ সোনারপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রীর অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁরই ছবি চুরি করা কে বা কারা একটি ফেক অ্যাকাউন্টে তৈরি করেছে৷ ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে তার ছবি ব্যবহার করার পাশাপাশি তাঁকে ‘যৌনকর্মী’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে৷
The post অশ্লীল ছবি তুলে দু’লক্ষ টাকা চেয়ে ব্ল্যাকমেল, পুলিশে অভিযোগ মহিলার appeared first on Sangbad Pratidin.