অর্ণব আইচ: বৃদ্ধ বাবা ও অসুস্থ ভাইয়ের দায়িত্ব কার? তা নিয়ে পারিবারিক বচসার জেরে ভয়ংকর কাণ্ড। দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল খাস কলকাতার পার্ক স্ট্রিটে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম নীরজ জয়সওয়াল। তাঁর বয়স ৫৫ বছর। পার্ক স্ট্রিটের কৈলাস বোস রোডের বাসিন্দা তিনি। মৃত নীরজরা তিনভাই। তাঁদের দীর্ঘদিনের মোটর পার্টসের ব্যবসা। ছোটভাই অসুস্থ। বিশেষ কাজ করতে পারেন না তিনি। তাই বৃদ্ধ বাবা ও ছোটভাইয়ের দায়িত্ব কে নেবেন, তা নিয়েই নাকি বচসা বাধে মৃত নীরজ ও অভিযুক্ত ধীরজের। দাদাকে ভাই ও বাবার দায়িত্ব নিতে বলেন অভিযুক্ত। তাতেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তখনই রাগে দাদার উপর হামলা চালান ধীরজ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নীরজ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন মৃতের ছেলে শুভম।
খবর পেয়েই ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। রাত সাড়ে বারোটা নাগাদ মৃত্যু হয় নীরজের। এরপরই গ্রেপ্তার করা হয়েছে ধীরজকে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সাময়িক বচসার জেরেই এই খুন নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
