shono
Advertisement
Mamata Banerjee

নিজের লেখা গানে নতুন বছরের শুভেচ্ছা, কী বার্তা দিলেন মমতা?

এর আগে বড়দিনে কলম ধরেন মুখ্যমন্ত্রী।
Published By: Sayani SenPosted: 07:32 PM Dec 31, 2025Updated: 07:32 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের পর এবার বর্ষবরণের রাতেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান লিখলেন তিনি। আর নিজের লেখা গানই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

১ মিনিট ২৫ সেকেন্ডের ওই গানটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী। গানের কথা লিখেছেন তিনি। সুরও মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। এই গানটি শেয়ার করে সকলকে আনন্দে গোটা বছর কাটানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই গানটির দৃশ্যায়ণে কলকাতা থেকে উত্তরবঙ্গের টুকরো ঝলক দেখা গিয়েছে। দুর্গাপুজোর কার্নিভ্যাল থেকে নানা অনুষ্ঠানের ঝলক রয়েছে। কচিকাঁচাদের মমতা মেতে ওঠার ছবিও দেখা গিয়েছে মিউজিক ভিডিওটিতে। উল্লেখ্য, রাজ্যের প্রশাসনিক প্রধান ছাড়াও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারী। বিশেষত তাঁর সৃজনশীলতা চমকে দেওয়ার মতো। কবিতা-প্রবন্ধ লেখা, গান লেখা-সুর করা, ছবি আঁকার মতো কাজ তিনি সারাবছরই করেন। দুর্গাপুজোর সময়ও একাধিক উদ্যোক্তার অনুরোধে পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কালীপুজোতেও একটি গান প্রকাশ পেয়েছিল। ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছাও জানিয়েছিলেন নিজের লেখা গানে। ক্রিসমাসেও বজায় রইল একই ধারা। বছর শেষে উৎসবের আনন্দে গা ভাসানো রাজ্যবাসীকে গানে গানেই শুভেচ্ছা জানালেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়দিনের পর এবার বর্ষবরণের রাতেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • গান লিখলেন তিনি। দিলেন সুরও।
  • আর নিজের লেখা গানই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন মুখ্যমন্ত্রী।
Advertisement