সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে ফিরছেন বিএনপি-র বহু নেতা। বহু যুদ্ধপরাধী, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত অপরাধীদের পরিবারও সে দেশে ফিরতে শুরু করেছে বলে সূত্রের খবর। এর মাঝেই বুধবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। সেখানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। অনলাইনে তিনি বক্তব্য রাখবেন বলে সূত্রের খবর।
বাংলাদেশি সংবাদমাধ্যম 'প্রথম আলো' সূত্রে খবর, বিএনপি আগামীকাল বুধবার বেলা দুটোয় ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে। মঙ্গলবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। তাতে আরও বলা হয়েছে, সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। দলীর সূত্র জানা গিয়েছে, তারেক রহমান সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন: কেন হাসিনার পতন ভারতের জন্য দুঃসংবাদ? কোন আশঙ্কায় দিল্লি]
এদিকে মঙ্গলবার সীমান্ত পেরিয়ে ভারতে এসে যেন প্রানে বাঁচেন বাংলাদেশের দিনাজপুর পুরসভার বাসিন্দা মহম্মদ রুবেল ইসলাম। প্রায় সাত বছর ধরে আওয়ামী লিগ করছেন রুবেল ইসলাম। ছাত্র আন্দোলন থেকে আন্দোলনটা ক্ষমতা দখলের আন্দোলন হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। গত ২৪ ঘন্টায় পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে বাংলাদেশে বলে জানালেন। একের পর এক শপিং মল, সরকারি কার্যালয়ে হামলা চালাচ্ছে আন্দোলনকারীরা। মহম্মদ রুবেল ইসলাম বলেন , "আওয়ামি লিগের নেতা কর্মীদের দেশে থাকা দুর্বিষহ হয়ে গিয়েছে বাংলাদেশে। যেখানেই আওয়ামি লিগের নেতা, কর্মী, সমর্থকদের পাচ্ছে মারধর করা হচ্ছে। বাড়িতে লুঠ করা হচ্ছে। আমি নিজে পরিবার ছেড়ে ভারতে এসে প্রাণ বাঁচালাম। স্ত্রী, তিনটে সন্তান এখনও ওখানেই আছে। অনুমতি পেলে তাদেরও সঙ্গে নিয়ে আসতাম। চিন্তায় থাকলাম। ৪ আগস্ট প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর নাকি তারা স্বাধীনতা পেয়েছে। আসলে যারা লুঠপাঠ চালাচ্ছে তাদের স্বাধীনতা হয়েছে। যারা দেশ চালাবে বলে ভাবছে আসলে তারা দেশপ্রেমীই না। সংসদ ভবন, গণভবন লুঠ করছে। তারা কীভাবে দেশ চালাবে।"
[আরও পড়ুন: হাসিনার ভিসা বাতিল আমেরিকার! আরও চাপে মুজিবকন্যা]
অন্যদিকে খুশির মেজাজে ভারত থেকে বাংলাদেশ ফিরতে দেখা গেল পঞ্চগড়ের এক বাসিন্দাকে। বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা ঈশ্বাক জামান পাটোয়ারি বহুদিন বাদে দেশে ফিরছেন। পড়াশোনার জন্য সিকিমে থাকলেও উত্তাল পরিস্থিতির সময় দেশে ফিরে পরিবারের পাশে থাকতে চেয়েছেন। কিন্তু তা সম্ভব হয়নি। কারন তার পরিবার বিএনপি সমর্থক। ঈশ্বাকের কথায় , "আওয়ামী লিগের তান্ডবে বাবাকে টানা ১৭ দিন বাড়ি থেকে পালিয়ে বাঁচতে হয়েছে। মা একা থেকেছে। আমার যাওয়া অসম্ভব হয়ে উঠেছিল। আমরা বিরোধী দল করি বলেই এত অত্যাচার। এবার সরকারের পতন হয়েছে। খুশির মেজাজে দেশে ফিরছি। পরিস্থিতি এখন ঠিক রয়েছে দেশের।" শুধু বিএনপি নয়, বহু যুদ্ধপরাধীদের পরিবারও বাংলাদেশে ফিরছে। শুধু তাই নয়, একের পর এক জেল ভাঙার ফলে বহু বন্দিও মুক্ত হচ্ছে। যাদের মধ্যে লুকিয়ে বহু জঙ্গিও।