shono
Advertisement

‘অসাংবিধানিক আইন’, পার্ক সার্কাসের CAA বিরোধী মঞ্চে মন্তব্য অভিনেতা জিশান আয়ুবের

শনিবার কলকাতায় এসেছিলেন জিশান। The post ‘অসাংবিধানিক আইন’, পার্ক সার্কাসের CAA বিরোধী মঞ্চে মন্তব্য অভিনেতা জিশান আয়ুবের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:39 PM Feb 02, 2020Updated: 03:24 PM Feb 02, 2020

শুভময় মণ্ডল: দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্ক সার্কাস ময়দান, কার্যত রণভূমির আখাড়ায় পরিণত হয়েছে। CAA বিরোধী ‘আজাদি’র সুর উঠেছে সর্বত্র। যে প্রতিবাদী আন্দোলনের পুরোভাগে মহিলারা। আট থেকে আশি, দিনরাত এক করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার সেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পার্ক সার্কাস মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন জিশান আয়ুব।

Advertisement

একটানা ২৬ দিন ধরে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) বিরোধী আন্দোলন চলছে পার্ক সার্কাসে। সেই আন্দোলনেই এবার শামিল হলেন বলিউড অভিনেতা জিশান আয়ুব। পার্ক সার্কাস ময়দানে ‘কলকাতার শাহিনবাগ’ মঞ্চ থেকে আওয়াজ তুললেন মোদি সরকারের বিরুদ্ধে। “CAA অসাংবিধানিক আইন”  বললেন জিশান।

জিশান আয়ুব বরাবরই মোদি সরকারের সমালোচনায় সরব। এর আগেও একাধিকবার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদী আন্দোলনে দেখা গিয়েছে এই বলিউড অভিনেতাকে। গত বছরের শেষের দিকে CAA-NRC’র বিরোধিতায় উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল সাধারণ মানুষের। সেসময়ও বন্ধু অভিনেত্রী স্বরা ভাস্করের সঙ্গে যোগী সরকারের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছিল মহম্মদ জিশান আয়ুবকে। এবার সেই বলিউড অভিনেতাই পার্ক সার্কাসের ময়দানে সুর চড়ালেন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে।  

[আরও পড়ুন: ‘কালো আইন’, CAA প্রসঙ্গে মন্তব্যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল গুলিয়ে ফেললেন উর্মিলা]

শনিবার কলকাতায় এসেই পার্ক সার্কাস ময়দানের প্রতিবাদী আন্দোলনে যোগ দিলেন জিশান। প্রসঙ্গত, CAA-NRC বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে প্রতিবাদের নতুন পথ দেখিয়েছে দিল্লির শাহিনবাগ। রাজধানীর আন্দোলনকারীদের মতোই কলকাতার পার্ক সার্কাস ময়দানেও অবস্থান বিক্ষোভে বসেছেন কয়েকশো মহিলা। বিভিন্ন বয়সের মহিলারা অবস্থানে অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য একটাই, “CAA-NRC মানছি না, মানব না।” একটানা ২৬ দিন ধরে পার্ক সার্কাসের ওই মঞ্চে প্রতিবাদ দেখিয়ে চলেছেন আন্দোলনকারীরা। 

অন্যদিকে, এই মঞ্চেই গতকাল মৃত্যু হয়েছে বছর ৫৭-র এক মহিলার। আন্দোলনকারীদের দলেই ছিলেন শামিদা খাতুন নামে এন্টালির এক বাসিন্দা। শনিবার রাতে মঞ্চেই ছিলেন তিনি। তারপরই প্রায় রাত সাড়ে বারোটা নাগাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন শামিদা। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় মহিলার।

[আরও পড়ুন: ‘বর্ণবিদ্বেষী’ আরশাদ, করোনা নিয়ে টুইট করে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার অভিনেতা ]

নাগরিকপঞ্জি আর CAA নিয়ে অনেকদিন ধরেই সরব বুদ্ধিজীবী মহল। প্রতিবাদ জানাতে গিয়ে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বলিউডে যেমন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কররা আওয়াজ তুলেছেন, তেমনই বাংলা থেকে অপর্ণা সেন, কৌশিক সেন, সোহাগ সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন পথে নেমে প্রতিবাদও জানিয়েছেন। 

The post ‘অসাংবিধানিক আইন’, পার্ক সার্কাসের CAA বিরোধী মঞ্চে মন্তব্য অভিনেতা জিশান আয়ুবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement