shono
Advertisement

Breaking News

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৩৪

কে বা কারা হামলা চালাল, এখনও স্পষ্ট নয়৷ The post ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৩৪ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:44 AM Jul 31, 2019Updated: 02:16 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের রক্তাক্ত আফগানিস্তান৷ বুধবার সকালে আফগানিস্তানের হেরাত-কান্দাহার হাইওয়েতে বোমা বিস্ফোরণ হয়৷ ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, নিহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। বিস্ফোরণে জখমও হয়েছেন অনেকেই৷ তাঁদের প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

Advertisement

[আরও পড়ুন: ৯/১১ হামলার রহস্য ফাঁস করতে চলেছে গুয়ান্তানামোয় বন্দি আল কায়দা নেতা]

বুধবার সকালে ব্যস্ত হেরাত-কান্দাহার হাইওয়ে৷ আচমকাই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ প্রাণে বাঁচতে দৌড়তে শুরু করেন অনেকেই৷ তবে ততক্ষণে অল্পবিস্তর জখম হয়েছেন প্রায় সকলেই৷ মুহূর্তের মধ্যেই মৃতদেহেই ভরে ওঠে হাইওয়ের আশপাশ৷ রাস্তায় শুয়ে ছটফট করতে শুরু করেন কেউ কেউ৷ আর যাঁরা জখম হননি তাঁরা আতঙ্কে বাকরুদ্ধ হয়ে যান৷ খবর পেয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল৷ একে একে ৩৪ জনের দেহ উদ্ধার করা হয়৷ নিহতদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছেন৷ ঘটনায় জখম হয়েছেন অনেকেই৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের৷ প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

[আরও পড়ুন: লস্কর-আল কায়দার আঁতাঁত মজবুত, রাষ্ট্রসংঘের রিপোর্টে সিঁদুরে মেঘ দেখছে ভারত]

এর আগে মঙ্গলবারও দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এক আত্মঘাতী বিস্ফোরণ হয়৷ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে ভিড়ে ঠাসা একটি বাজার৷ সন্ত্রাসের কবল থেকে রক্ষা পায়নি তিন শিশুও৷ আত্মঘাতী বিস্ফোরণে মারা গিয়েছে তারা৷ এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই৷ তাঁদের এখনও চিকিৎসা চলছে৷এদিকে, কাবুলের রাজনৈতিক কার্যালয়ে বোমা বিস্ফোরণ এবং বন্দুক হামলায় নিহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২০৷ আহত আরও ৫০ জন। এখনও কেউই হামলার দায়স্বীকার করেনি৷ বারবার হামলার ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে নিরাপত্তাব্যবস্থা৷

The post ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৩৪ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement