shono
Advertisement

কাটমানি বিক্ষোভে পুলিশের সামনেই বোমাবাজি বীরভূমে, অভিযানে উদ্ধার প্রচুর বোমা

দু’দিন ধরে অস্ত্র উদ্ধার অভিযানে মিলল ড্রামের পর ড্রাম বোমা, বিস্ফোরক৷ The post কাটমানি বিক্ষোভে পুলিশের সামনেই বোমাবাজি বীরভূমে, অভিযানে উদ্ধার প্রচুর বোমা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:09 AM Jul 10, 2019Updated: 11:58 AM Jul 10, 2019

নন্দন দত্ত, সিউড়ি: ফের যেন বারুদের স্তূপে বীরভূম৷ জেলাজুড়ে চলছে বোমা নিষ্ক্রিয়করণ, অস্ত্র উদ্ধার অভিযান৷ কিন্তু তার মাঝেই মঙ্গলবার এবং বুধবার – দু’দিনে বীরভূম জেলার বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠল দুষ্কৃতী তাণ্ডবে৷ বুধবার সকালে সদাইপুর থানার এলাকার সাহাপুরে পুলিশের সামনেই চলল বোমাবাজি৷ উদ্ধার হচ্ছে ড্রামের পর ড্রাম বোমা, কয়েক হাজার কেজি বিস্ফোরক৷

Advertisement

[আরও পড়ুন: ‘হিন্দুরা অনেক মরেছে, আরও কিছু মরুক!’ ফের বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কাটমানি ফেরত চাওয়া ঘিরে অশান্তি শুরু হয় সদাইপুরের সাহাপুরে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশের সামনে বোমাবাজি শুরু হয়৷ আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা৷ আর তারপর আরও দাপট দেখাতে থাকে দুষ্কৃতীরা৷ বোমাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা এনামুল শেখের বিরুদ্ধে৷ এনিয়ে সকাল থেকেই গ্রামে আতঙ্কের পরিবেশ৷ নেমেছে ব়্যাফও৷

এদিন সকালে নানুর, পাড়ুইয়ের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা৷ নানুরের বন্দর এলাকার একটি খামার পিছনে থেকে ৪ ড্রাম বোমা উদ্ধার হয়েছে, সংখ্যায় যা প্রায় ১০০টি৷ আরেকদিকে পাড়ুইয়ের শিমুলিয়ায় মিলেছে ৩ ড্রাম বোমা৷ আরেকদিকে, মঙ্গলবার সন্ধেবেলা সিউড়ির গোপালপুর গ্রামে মজুত করা বালির ভিতর থেকে ২৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ৷ রাতের দিকে রামপুরহাটের রদিপুর-কামরাডাঙাতেও প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, প্রায় ১২০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, কয়েক হাজার জিলেটিন স্টিক, ডিটোনেটর পাওয়া গিয়েছে৷ তবে পুলিশের অনুমান, স্থানীয় পাথর খাদানে বিস্ফোরণের জন্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব মজুত করা হচ্ছিল৷

[আরও পড়ুন: হাতি তাড়ানো অভিযানে মর্মান্তিক দুর্ঘটনা, হাইটেনশন তারের ছোবলে মৃত ৩ দাঁতাল]

গত দু’দিন ধরে জেলাজুড়ে বোমা নিষ্ক্রিয়করণ, অস্ত্রবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ৷ তাতে সবমিলিয়ে ৪০০টিরও বেশি বোমা উদ্ধার হয়েছে৷ গ্রেপ্তার হয়েছে শ চারেক অভিযুক্ত৷ কিন্তু তারপরও যেন কিছুতেই বাগে আনা যাচ্ছে না দুষ্কৃতী দৌরাত্ম্য৷ বুধবার সাতসকালে সাহাপুরে পুলিশের সামনেই এমন বোমাবাজির ঘটনায় স্থানীয়রা বলছেন, গোপনে রাখা বোমাকে হাতিয়ার করেই দাপট দেখাচ্ছে দুষ্কৃতীরা৷ আর সেটাই বীরভূম পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ চওড়া করছে৷

ছবি: শান্তনু দাস৷

The post কাটমানি বিক্ষোভে পুলিশের সামনেই বোমাবাজি বীরভূমে, অভিযানে উদ্ধার প্রচুর বোমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement