সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী। এই সন্দেহে তাঁকে হাতুড়ি দিয়ে মেরে খুন করলেন স্বামী! গতকাল শুক্রবার দু'জনের মধ্যে তুমুল অশান্তি হয়। অভিযোগ, ঝগড়ার সময়ই স্ত্রীর মাথা হাতুড়ি দিয়ে মেরে থেঁতলে দেন অভিযুক্ত। তখনই মৃত্যু হয় মহিলার। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনা নয়ডার সেক্টর ১৫ এলাকার। পুলিশ সূত্রে খবর, ৪২ বছরের এই মহিলার নাম আসমা খান। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। আসমার স্বামী নুরুল্লা হায়দার আদতে বিহারের বাসিন্দা। তিনিও ইঞ্জিনিয়ার। কিন্তু কয়েকদিন আগেই তাঁর কাজ চলে যায়। ২০০৫ সালে দু'জনের বিয়ে হয়। দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল দু'জনের মধ্যে তুমুল অশান্তি হয়। অভিযোগ, সেই সময় হাতুড়ি দিয়ে আসমার মাথায় মারেন নুরুল্লা। তারপর এলোপাথাড়ি আঘাত করে মাথা থেঁতলে দেন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আসমা। সেখানেই তাঁর মৃত্যু। সঙ্গে সঙ্গে গোটা ঘটনা পুলিশকে জানায় দম্পতির ছেলে। খবর সেখানে এসে আসমার দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পাঠানো হয় ময়নাতদন্তে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নুরুল্লাকে। প্রাথমিক তদন্তের পর ডেপুটি পুলিশ কমিশনার রামবদন সিং জানান, অনেক দিন ধরেই নুরুল্লা সন্দেহ করতেন, তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন। এনিয়ে দু'জনের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার তদন্ত জারি রয়েছে।