সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক কালো টাকা আমানতকারীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পাশাপাশি, আম আদমির জীবনে সাময়িকভাবে হয়রানির উদ্রেক হয়েছে৷ ৫০০ ও ১০০০ টাকার যে পরিমান নোট বাতিল ঘোষণা করা হয়েছে, সেই পরিমান নতুন টাকা বাজারে মজুত না থাকায় প্রাথমিকভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ৷ আর সাধারণ মানুষের সাহায্যেই এবার এগিয়ে আসল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ব্যাঙ্ক থেকে নেওয়া ব্যক্তিগত ঋণশোধের সময়সীমা আরও ৬০ দিন বাড়িয়ে দিল আরবিআই৷ সোমবার আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের ব্যক্তিগত ঋণশোধ করার কথা ছিল, তাঁদের ক্ষেত্রে সময়সীমা আরও ৬০ দিন বাড়িয়ে দেওয়া হল৷ কেবল এই সময়সীমার মধ্যেই যাঁদের ঋণশোধ করার কথা ছিল, তাঁরাই বিশেষ সুবিধা পাবেন বলে আরবিআই সূত্রে খবর৷
প্রসঙ্গত, বাড়ি, গাড়ি অথবা কৃষির জন্য ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানা গিয়েছে৷ সেইসঙ্গে এও জানা গিয়েছে যে ব্যাঙ্ক থেকে এক কোটি বা তার কম পরিমাণ টাকা ঋণের ক্ষেত্রেই এই বিশেষ ছাড় দিল আরবিআই৷
The post ব্যক্তিগত ঋণশোধের জন্য ৬০ দিন সময়সীমা বাড়াল আরবিআই appeared first on Sangbad Pratidin.