shono
Advertisement

Breaking News

ব্যক্তিগত ঋণশোধের জন্য ৬০ দিন সময়সীমা বাড়াল আরবিআই

সেইসঙ্গে এও জানা গিয়েছে যে ব্যাঙ্ক থেকে এক কোটি বা তার কম পরিমাণ টাকা ঋণের ক্ষেত্রেই এই বিশেষ ছাড় দিল আরবিআই৷ The post ব্যক্তিগত ঋণশোধের জন্য ৬০ দিন সময়সীমা বাড়াল আরবিআই appeared first on Sangbad Pratidin.
Posted: 02:17 AM Nov 22, 2016Updated: 08:47 PM Nov 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক কালো টাকা আমানতকারীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পাশাপাশি, আম আদমির জীবনে সাময়িকভাবে হয়রানির উদ্রেক হয়েছে৷ ৫০০ ও ১০০০ টাকার যে পরিমান নোট বাতিল ঘোষণা করা হয়েছে, সেই পরিমান নতুন টাকা বাজারে মজুত না থাকায় প্রাথমিকভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ৷ আর সাধারণ মানুষের সাহায্যেই এবার এগিয়ে আসল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ব্যাঙ্ক থেকে নেওয়া ব্যক্তিগত ঋণশোধের সময়সীমা আরও ৬০ দিন বাড়িয়ে দিল আরবিআই৷ সোমবার আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের ব্যক্তিগত ঋণশোধ করার কথা ছিল, তাঁদের ক্ষেত্রে সময়সীমা আরও ৬০ দিন বাড়িয়ে দেওয়া হল৷ কেবল এই সময়সীমার মধ্যেই যাঁদের ঋণশোধ করার কথা ছিল, তাঁরাই বিশেষ সুবিধা পাবেন বলে আরবিআই সূত্রে খবর৷

Advertisement

প্রসঙ্গত, বাড়ি, গাড়ি অথবা কৃষির জন্য ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানা গিয়েছে৷ সেইসঙ্গে এও জানা গিয়েছে যে ব্যাঙ্ক থেকে এক কোটি বা তার কম পরিমাণ টাকা ঋণের ক্ষেত্রেই এই বিশেষ ছাড় দিল আরবিআই৷

The post ব্যক্তিগত ঋণশোধের জন্য ৬০ দিন সময়সীমা বাড়াল আরবিআই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement