shono
Advertisement

Breaking News

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে প্রধানমন্ত্রী, আলোচনার কেন্দ্রে সন্ত্রাসবাদ

২০১৪ সালে ব্রাজিলেই প্রথমবার ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি। The post ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে প্রধানমন্ত্রী, আলোচনার কেন্দ্রে সন্ত্রাসবাদ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 AM Nov 13, 2019Updated: 09:07 AM Nov 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ তম ব্রিকস সম্মেলনে (BRICS) যোগ গিতে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত সন্ত্রাসবাদ দমন, যৌথ সহযোগিতার ক্ষেত্রগুলি সম্প্রসারিত করা, বাণিজ‌্য, বিনিয়োগ ইত‌্যাদি নিয়ে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তাঁর আলোচনা হবে।

Advertisement

আজ অর্থাৎ বুধবার থেকে দু’দিনব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে। ব্রিকসে সামিটে এবারের থিম ‘ইকনমিক গ্রোথ পর অ্যান ইনোভেটিভ ফিউচার’ (উদ্ভাবনমূলক ভবিষ্যতের জন্য আর্থিক বৃদ্ধি)। ২০১৪ সালে ব্রাজিলেই প্রথমবার ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি। তারপর থেকে এই নিয়ে ছ’বার বিশ্বের প্রধান পাঁচ অর্থনীতির বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা।

ব্রিকসের শীর্ষ সম্মেলনের পাশাপাশি মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে নয়াদিল্লিতে রুশ রাষ্ট্রদূত মঙ্গলবার জানিয়েছেন। সম্মেলনে যোগ দিচ্ছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনেরো। মঙ্গলবার মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরই ব্রাজিলের উদ্দেশে রওনা হন মোদি। তাৎপর্যপূর্ণভাবে, আজ রাত ১০ টা নাগাদ পুটিনের সঙ্গে সাক্ষাতের পরই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী মোদি। সন্ত্রাস, বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে রাষ্ট্রপ্রধানদের মধ্যে।

গতকাল ব্রিকস সম্মেলনে যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আন্তর্জাতিক মঞ্চে অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি সন্ত্রাস দমনের উপর জোর দেবেন তিনি। এদিকে, সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হলে পাকিস্তানের নাম উঠে আসতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। উল্লেখ্য, এর আগে কিন্তু পাকিস্তান নিয়ে ব্রিকস সম্মেলনে আলোচনা চালাতে রাজি হয়নি। তবে এবার পরিস্থিতি অন্য। ফলে নয়দিল্লি ও বেজিংয়ের তরফে সন্ত্রাসবাদ নিয়ে বিবৃতি দেওয়া হতে পারে।

[আরও পড়ুন: পাকিস্তানের স্বরূপ জেনে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প, দাবি প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের]

The post ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে প্রধানমন্ত্রী, আলোচনার কেন্দ্রে সন্ত্রাসবাদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement