shono
Advertisement

৩০ বছরেই জলশূন্য হবে ব্রিটেন! উষ্ণায়ন নিয়ে সতর্কবার্তা ব্রিটিশ গবেষকদের

ডেডলাইন ২০৫০, জল সংরক্ষণে নতুন উপায় খুঁজছেন বিশেষজ্ঞরা৷ The post ৩০ বছরেই জলশূন্য হবে ব্রিটেন! উষ্ণায়ন নিয়ে সতর্কবার্তা ব্রিটিশ গবেষকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:50 PM Mar 25, 2019Updated: 07:24 PM Mar 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব বেশি হলে আর ৩০ বছর৷ তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলেও, মিলবে না একবিন্দু জল৷ বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের প্রকোপে এভাবেই বিপর্যস্ত হতে চলেছে প্রথম বিশ্বেরই এক দেশ৷ পরিবেশ বিজ্ঞানীদের সাম্প্রতিকতম গবেষণায় ইঙ্গিত এমনই৷ শুনে অবিশ্বাস্য মনে হলেও সত্যিটা হল এই যে, উষ্ণায়নের প্রথম বলি হতে চলেছে ব্রিটেন৷ ২০৫০ সালের মধ্যেই ব্রিটেন জলশূন্য হয়ে পড়বে৷ বিশেষত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, যেখানে সর্বাধিক মানুষের বাস৷

Advertisement

[ আরও পড়ুন: ভেস্তে গেল বিদ্রোহীদের সঙ্গে বৈঠক, ব্রেক্সিট নিয়ে বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ]  

ইংল্যান্ডের এক পরিবেশ সংস্থার গবেষণা বলছে, তীব্র শুষ্ক আর প্রবল গরম জলসংকটের জন্য দায়ী৷ ১০ থেকে ১৫ শতাংশ জলের উৎস শুকিয়ে যাচ্ছে৷ যা দেশের একটা বড় সংখ্যক জনগণের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে৷ এমনকী খরার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে৷ ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানী জেমস বেভানের কথায়, ‘জলবায়ু পরিবর্তন এবং একইসঙ্গে জনসংখ্যা বৃদ্ধি – দুয়ের যোগফল জলসংকট৷ এখনই সচেতন না হলে, নিজেরা তো বটেই, ভবিষ্যত প্রজন্মকেও এই ভয়ঙ্কর সমস্যার দিকে ঠেলে দেওয়ার জন্য দায়ী থাকব আমরাই৷’ গত গ্রীষ্মে ইংল্যান্ডের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল৷ গত কয়েক দশকের মধ্যে তাপমাত্রার পারদ চড়েছিল সর্বোচ্চ৷ সেইসঙ্গে তীব্র প্রদাহ৷ কোথাও কোথাও খরার মতো পরিস্থিতি৷ সেটাই ছিল সংকেত৷ শুষ্কতম গ্রীষ্মের পরিসংখ্যান ধরে গবেষণা করতে গিয়েই দেখা গেল, সামনে সত্যিই বিপদ৷

[ আরও পড়ুন:পাকিস্তানে দুই হিন্দু বোনকে ধর্মান্তর করে বিয়ে, রিপোর্ট তলব সুষমার]

অনাগত সমস্যার সমাধানও ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন বিজ্ঞানীরা৷ জেমস বেভানের কথায়, ‘এখন থেকেই মেপে জল খরচ করা উচিত৷ অপচয় বন্ধ করতে হবে৷ একটি উৎসের উপর নির্ভর করে থাকলে চলবে না৷ একাধিক উৎসকে ধীরে ধীরে ব্যবহার করতে হবে৷’ ব্রিটেনে জল সংরক্ষণের যে সব ব্যবস্থা আছে, তা বহু বছরের পুরনো৷ ফলে সেখান থেকে সরবরাহের সমস্যা হতে পারে৷ তাই পুরনো রিজার্ভার ভেঙে ফেলে নতুন করে সব তৈরির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ এনিয়ে দেশের জলবণ্টন সংস্থাগুলির সঙ্গেও নতুন করে আলোচনা প্রয়োজন৷ কিংস কলেজের এক অধ্যাপক জানাচ্ছেন, ‘দেশের উত্তরাঞ্চলে সবসময়েই জলের প্রচুর জোগান৷ স্বভাবতই দক্ষিণে জলের অভাব৷ তাই জলসংকটের কোপ সবচেয়ে বেশি পড়বে দক্ষিণাঞ্চলের উপর৷ পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা এখনও হয়ত আমজনতা আঁচ করতে পারছেন না৷ কিন্তু এখনই সচেতন হওয়া দরকার৷ শিল্পাঞ্চলে জলের ব্যবহার কিছুটা কমাতে হবে৷ তাহলে সেই জল পরিশ্রুত করে অন্তত পানীয় হিসেবে ব্যবহার করা যাবে৷’ জলসংরক্ষণের এমনই বিকল্প পথ বাতলাচ্ছেন অনেকেই৷ তবে সেই পরামর্শ কানে তুলে কতটা কাজের কাজ করা হয়, সেটাই এখন দেখার৷  

 

The post ৩০ বছরেই জলশূন্য হবে ব্রিটেন! উষ্ণায়ন নিয়ে সতর্কবার্তা ব্রিটিশ গবেষকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement