সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। এবার 'রেহাই' পেতে শেষ আইনি চেষ্টা করল ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সে। দাবি, এই নির্দেশ পুনর্বিবেচনা করুক আমেরিকার শীর্ষ আদালত। দীর্ঘ আইনি লড়াইয়ে এটাই রানার শেষ আইনি সুযোগ।
আগামী ১৭ জানুয়ারি দুই পক্ষকে একটি কনফারেন্সে মুখোমুখি হওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এই মুহূর্তে রানা রয়েছে লস অ্যাঞ্জেলসের এক জেলে। ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। রানা তার ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকারPakistan আদালত।
২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই জঙ্গিকে নয়াদিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করে। সম্প্রতি দিল্লিতে মার্কিন দূতাবাসের অফিসে ভারত ও আমেরিকার তদন্তকারী সংস্থার শীর্ষস্তরের কর্তা এবং কূটনৈতিক প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানেও এই নিয়ে আলোচনা হয়েছে।
গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। এবার তাই শেষ চেষ্টা করতে চাইছে কুখ্যাত পাক জঙ্গি। বিশেষজ্ঞদের একাংশের মতে, ১৯৯৭ সালের ভারত ও আমেরিকা বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে রানার প্রত্যর্পণ প্রক্রিয়া সফল হতে চলেছে।