shono
Advertisement

Breaking News

সার্ভারে হানা দিয়ে আফ্রিকার এই দেশের টেলিকম পরিষেবা বিপর্যস্ত করল হ্যাকার

অভিযুক্তকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের৷ The post সার্ভারে হানা দিয়ে আফ্রিকার এই দেশের টেলিকম পরিষেবা বিপর্যস্ত করল হ্যাকার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:09 PM Jan 13, 2019Updated: 06:09 PM Jan 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও ব্যবসায় প্রতিযোগিতায় যে কতটা ভয়ংকর তার জলজ্যান্ত প্রমাণ লাইবেরিয়ার এই ঘটনা৷ গোটা দেশজুড়ে একটি টেলিকম সংস্থার সার্ভার হ্যাকিংয়ের অপরাধে সম্প্রতি একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে লাইবেরিয়ার একটি আদালত৷ জানা গিয়েছে, একটি টেলিকম সংস্থার কাছ থেকে টাকা নিয়ে প্রতিপক্ষ টেলিকম সংস্থার বিভিন্ন তথ্য হ্যাক করেছে অভিযুক্ত৷ এবং একটানা চারমাস বিভিন্ন ভাবে ওই সংস্থার উপভোক্তাদের যোগাযোগ ব্যাহত করেছে সে৷

Advertisement

[বিপাকে ইমরান, ‘মিত্র তালিকা’ থেকে পাকিস্তানকে ছাঁটতে তৎপর ট্রাম্প প্রশাসন ]

পুলিশ সূত্রে খবর, ২০১৬-র অক্টোবরে বছর ত্রিশের ড্যানিয়েল কায়কে নিয়োগ করে লাইবেরিয়ার একটি টেলিকম সংস্থা৷ সংস্থার তরফ থেকে তাকে বলা হয়, প্রতিপক্ষ সংস্থার সার্ভার হ্যাক করতে হবে৷ যেন-তেন-প্রকারেণ তাঁদের লোকসান করাতে৷ বিনিময়ে কায়কে ৩০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিকও দেয় ওই সংস্থাটি৷ পুলিশ জানিয়েছে, ২০১৬ অক্টোবর থেকে ২০১৭-র ফেব্রুয়ারি পর্যন্ত একটানা চার মাস ওই সংস্থার সার্ভার হ্যাক করেছে ড্যানিয়েল কায়৷ বিভিন্ন রকম ভাবে উপভোক্তাদের কানেকশনে বাধার সৃষ্টি করেছে সে৷ বন্ধ করে দেয় ওই সংস্থার ই্টারনেট পরিষেবা৷ ফলে বাধ্য হয়ে উপভোক্তারা ওই সংস্থার কানেকশন ত্যাগ করেন৷ কার্যত গোটা দেশের টেলিকম ব্যবস্থা ভেঙে পড়ে৷ ফলস্বরূপ সংস্থাটির ক্ষতি হয় প্রায় কয়েক লক্ষ মার্কিন ডলার৷

[ভাঙল রেকর্ড, মার্কিন মুলুকে জারি ইতিহাসের দীর্ঘতম ‘শাটডাউন’]

পুলিশি জেরায় কায় স্বীকার করেছে তার দোষ৷ জানিয়েছে, ওই সংস্থার সার্ভারে বিশেষ এক ধরনের ‘জম্বি’ ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল সে৷ যার ফলে ওই চার মাস সংস্থার উপভোক্তাদের ফোনের কানেকশনে অসুবিধা হয়েছিল৷ কার্যত চার মাস বন্ধ হয়ে গিয়েছিল এই সংস্থার ইন্টারনেট পরিষেবা৷ ফলে উপভোক্তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের এই কার্যকলাপের ফলে দেশের বহু মানুষ অসুবিধার মধ্যে পড়েন৷ ড্যানিয়েল কায়ের বিরুদ্ধে কম্পিউটার মিস-ইউজ অ্যাক্টে মামলা দায়ের করে পুলিশ৷ শুক্রবার অভিযুক্তকে তিন বছরের সাজা শোনায় আদালত৷

The post সার্ভারে হানা দিয়ে আফ্রিকার এই দেশের টেলিকম পরিষেবা বিপর্যস্ত করল হ্যাকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement