সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের অশান্ত উপত্যকা। বুধবার জম্মুর আখনুর সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে এলোপাথাড়ি গোলা-গুলি চালাল পাক সেনা। অতর্কিতে পাক সেনার এহেন হামলায় আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। তবে পাক হামলার পালটা জবাব দিতে ভোলেননি ভারতীয় জওয়ানরাও। সব মিলিয়ে ভোররাতে দুই দেশের সেনাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা।
ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, রাত ২.৩৫ নাগাদ জম্মুর আখনুর এলাকায় হঠাৎ ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। পাকিস্তানের হামলার জবাবও দেওয়া হয়। দুই তরফের গুলির লড়াইয়ের মাঝে আহত হন এক বিএসএফ জওয়ান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ভারতের জবাবি হামলায় সীমান্তের ওপারের ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনও প্রকাশ্যে আনেনি পাকিস্তান। তবে প্রায় এক বছর পর পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় সীমান্তে নতুন করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
[আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি খালে পড়ে মৃত ৭]
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করে দুই দেশের শীর্ষ সেনাকর্তারা। সেই চুক্তির প্রায় ৩ বছর পর প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল ২০২৩ সালে রামগড় সেক্টরে। সেবারও পাক রেঞ্জার্সের গুলিতে জখম হয়েছিলেন এক বিএসএফ জওয়ান। তার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চেনা রূপে আবার ধরা দিল পাক সেনা। এদিকে নির্বাচনের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে হিংসার ঘটনা বাড়তে থাকায় সতর্ক হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী।
[আরও পড়ুন: ডাক্তারকে জুতোর বাড়ি, কলার ধরে মার মহিলার! এবার বিতর্কে কর্নাটকের হাসপাতাল]
উল্লেখ্য, ৩৭০ ধারা প্রত্যাহারের ১০ বছর পর এবার বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। আগামী ১৮ সেপ্টেম্বর এখানে হতে চলেছে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন হবে ১৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।