সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাডমিন্টনের শেষ তিনটে বিশ্বমানের টুর্নামেন্টের ফাইনালেই হেরে সোনার বদলে রুপোর পদকে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তার চেয়েও কষ্টের- ওলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর অল ইংল্যান্ড ফাইনালে পরপর ম্যারাথন ম্যাচে অল্পের জন্য হারের পর তাঁর সমালোচক মহলের কোনও কোনও অংশ তাঁকে ‘চোকার্স’ তকমা দিতে উদ্যত হয়েছিল।
আজ রবিবার বিশ্ব ব্যাডমিন্টনের রাজদরবার চিনের মাটিতে সেই সব কিছুর হিসেব চোকানোর পালা এসে হাজির তাঁর সামনে। তিনি- পুসারলা ভেঙ্কট সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে। টানা দু’বার। যে ম্যাচে এক ঢিলে তিন তিনটে পাখি মারার সুযোগ ভারতের ব্যাডমিন্টন আইকনের সামনে আজ। সিন্ধু রিও ফাইনালে ক্যারোলিনা মারিনের কাছে হেরেছিলেন। গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছিলেন নজোমি ওকুহারার কাছে। এ বছর অল ইংল্যান্ড ফাইনালে আকানে ইয়ামাগুচির হেরেছেন। নানজিংয়ে চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যে দু’টোর মধুর প্রতিশোধ তোলা হয়ে গিয়েছে। আগের দিন কোয়ার্টার ফাইনালে ওকুহারাকে হারানোর পর শনিবার সেমিফাইনালে একই ভাবে স্ট্রেট গেমে সিন্ধু হারিয়েছেন ইয়ামাগুচিকে। ২১-১৬, ২৪-২২ পয়েন্টে। এক ঘণ্টার মধ্যে। ইয়ামাগুচির কাছে গত বছরের শেষে সুপার সিরিজ ফাইনালসের ফাইনালেও হেরেছিলেন সিন্ধু। রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে সামনে মারিন। যাঁকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারলে সিন্ধুর একইসঙ্গে তিন নম্বর বদলাটাও নেওয়া হয়ে যাবে।
তার আগে বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বর সিন্ধু সেমিফাইনালে ইয়ামাগুচিকে হারানো প্রসঙ্গে সংবাদ সংস্থাকে বলেছেন, “বিশ্বের দু’নম্বরের সঙ্গে যেরকম হাড্ডাহাড্ডি লড়াই হওয়াটা স্বাভাবিক সেরকমই একটা ম্যাচ হল। তবে আমি আশা করেছিলাম, ওর বিরুদ্ধে আগের দু’বারের চেয়ে আজ ভাল রেজাল্ট করব।” সঙ্গে সিন্ধু দ্রুত যোগ করেছেন, “তবে এখনও লড়াই শেষ হচ্ছে না। আমাকে কালকের ফাইনালের জন্য তৈরি হতে হবে। ফাইনালে মনে হয় আগ্রাসী, অ্যাটাকিং খেলা হবে। মারিনের সঙ্গেও বহু ম্যাচ খেলেছি। আমরা একে অন্যের খেলাটা জানি। চ্যাম্পিয়ন হতে গেলে তাই নিজের সেরাটা দিতে হবে।” বছর পঁচিশের বাঁ-হাতি স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হেড-টু-হেডে তেইশ বছরের হায়দরাবাদি ৫-৬ পিছিয়ে থাকলেও গত জুনে দু’জনের শেষ সাক্ষাতে (মালয়েশিয়া ওপেন) অবশ্য সিন্ধুই জিতেছিলেন। চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাছাই মর্যাদাতেও মারিনের (৭) চেয়ে এগিয়ে সিন্ধু (৩)। এখন শুধু দেখার, বড় ফাইনালের চাপ কাটিয়ে সিন্ধু শেষমেশ স্বমূর্তি ধরতে পারেন কি না?
The post বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ সিন্ধুর সামনে এক ঢিলে তিন পাখি মারার সুযোগ appeared first on Sangbad Pratidin.