shono
Advertisement
BCCI New Zealand

বিরাট-রোহিতের ম্যাচের গুরুত্ব কমছে BCCI-এর কাছে! দল নির্বাচনে বড়সড় সিদ্ধান্তের পথে বোর্ড

কী সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই?
Published By: Anwesha AdhikaryPosted: 01:12 PM Dec 29, 2025Updated: 01:12 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক পরেই দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারতের মূল লক্ষ্য বিশ্বকাপ ধরে রাখা। ইতিমধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে মেন ইন ব্লু। তবে শোনা যাচ্ছে, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না জশপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়া। তবে এই সিরিজে ফিরতে পারেন শুভমান গিল।

Advertisement

সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটাকে মূলত ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নিরিখে বিচার করছে বোর্ড। চোট সারিয়ে ওঠা গিলকে এই সিরিজে আবারও নেতৃত্ব দিতে দেখা যাবে বলেই অনেকের মত। এছাড়াও সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র পেলে এই সিরিজে খেলানো হতে পারে শ্রেয়স আইয়ারকেও। অস্ট্রেলিয়ায় ফিল্ডিং করতে গিয়ে প্লীহায় গুরুতর আঘাত পেয়েছিলেন তারকা ব্যাটার। তার জেরে অন্তত দু'মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।

ওয়ানডে সিরিজে খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাও। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে একঝাঁক তারকা ক্রিকেটারকে এই ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার মধ্যেই অন্যতম বুমরাহ এবং হার্দিক। ২০২৩ বিশ্বকাপের পর থেকে আর ওয়ানডে খেলেননি বুমরাহ। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর হার্দিককেও ওয়ানডে খেলতে দেখা যায়নি। তাই বিশ্বকাপের আগে এই দুই তারকাকে নিয়ে সতর্ক থাকতে চাইছে বোর্ড। চোট-আঘাতের সমস্যা কমাতে এবং বিশ্রাম দেওয়ার জন্য বুমরাহ-হার্দিককে ছাড়াই ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আগামী ৪ জানুয়ারি ওয়ানডে সিরিজের দল ঘোষণা হতে পারে।

তবে বিশ্বকাপের ঠিক আগেই রয়েছে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সেখানে পূর্ণশক্তির দল নিয়েই নামবে ভারত। সিরিজ শেষ হওয়ার মাত্র আটদিন পর থেকেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তবে ওয়ানডে সিরিজে না খেললেও বরোদার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে পারেন হার্দিক। বিশ্বকাপের দলে থাকা শিবম দুবে এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকেও দেখা যাবে বিজয় হাজারেতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটাকে মূলত ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নিরিখে বিচার করছে বোর্ড।
  • ওয়ানডে সিরিজে খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাও। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে একঝাঁক তারকা ক্রিকেটারকে এই ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে।
  • বিশ্বকাপের ঠিক আগেই রয়েছে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সেখানে পূর্ণশক্তির দল নিয়েই নামবে ভারত।
Advertisement