গোবিন্দ রায়: ডিএ জট কাটাতে এবার আসরে নামল কলকাতা হাই কোর্ট। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আগামী ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে বৈঠক করার কথা বলেন তিনি।
কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ আদায়ের দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। গত ২৭ জানুয়ারি থেকে আন্দোলনে নেমেছেন তাঁরা। অনশন, কর্মবিরতি-সহ একাধিক পদক্ষেপ নেন আন্দোলনকারীরা। তার ফলে রাজ্যের সরকারি প্রতিষ্ঠানের কাজের ক্ষতি হচ্ছে। তারই প্রতিবাদে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়।
[আরও পড়ুন: দেশের করোনা গ্রাফে বড় লাফ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫ হাজারের বেশি]
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিএ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসার নির্দেশ দেয়। আগামী ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ দেন তিনি। মুখ্যসচিব, অর্থসচিব-সহ দ্বায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের কর্মচারী সংগঠনের সঙ্গে কথা বলার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, কর্মচারী সংগঠনের তরফ থেকে তিনজনের নাম দিতে হবে। এই তিনজন সরকারের সঙ্গে আলোচনায় বসবেন। হাই কোর্টের এই নির্দেশে সহমত পোষণ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এদিকে, ডিএ (DA)আন্দোলনকারীরা আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা।