গোবিন্দ রায়: নতুন করে আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়াল না কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্য। যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র।
বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বুধবার ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানি ছিল। তাতেই এই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্যই। যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র।
[আরও পড়ুন: সঙ্গী গ্রেপ্তার হতেই বাংলাদেশে পালানোর ছক! STF-এর তৎপরতায় জালে মায়াপুরের ‘জঙ্গি’ হারেজ]
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার অভিযোগ প্রায় লেগেই রয়েছে। তা দেখে গত ১৯ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলে জাতীয় নির্বাচন কমিশন। পরে হাই কোর্ট আবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। বলা হয়, ২১ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে বাহিনী। এর পর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়ানো হয়। ২৬ জুন পর্যন্ত জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেই জানিয়েছিল হাই কোর্ট। তবে বুধবার আদালতের তরফে জানিয়ে দেওয়া হল আর নতুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়ানো হল না।