shono
Advertisement

Breaking News

‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মাইলস্টোন’, বোলপুরে তৈরি হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সম্মান জানাতে মূর্তি তৈরির সিদ্ধান্ত বলেই জানান ভাস্কর ভীম পাল।
Posted: 10:45 AM Apr 30, 2023Updated: 12:35 PM Apr 30, 2023

দেব গোস্বামী, বোলপুর: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর রায় ঘোষণা। এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে হইচইয়ের জেরে চর্চিত নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর আবক্ষ মূর্তি তৈরি হল বোলপুরে। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভাস্কর্য কর্মশালায় শিল্পীর হাতের জাদুতে তৈরি হল বিচারপতির মূর্তি।

Advertisement

বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তিনদিনের কর্মশালায় প্রখ্যাত ভাস্কর শিল্পীদের সমাবেশ। জীবন্ত মডেলকে সামনে বসিয়ে চলছে জোরকদমে মূর্তি তৈরির কাজ। সেখানেই গড়ে উঠল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। তবে নিজে সশরীরে সেখানে উপস্থিত নন। ছবি দেখেই মূর্তি গড়েছেন ভাস্কর ভীম পাল।

[আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ, এবার সিবিআই আদালতের বিচারককেই সাসপেন্ড করল হাই কোর্ট]

কেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরির সিদ্ধান্ত নিলেন ভাস্করেরা? ভীম পাল জানান, বর্তমান সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোাচনা চলছে সর্বত্র। তাই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

ভাস্কর ঝুলন মেহেতরী জানান, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন, তা মাইলস্টোন। তাই তাঁর কাজকে সম্মান জানাতে মূর্তি তৈরির সিদ্ধান্ত। এখন মাটি দিয়ে বিচারপতির আবক্ষ মূর্তি তৈরি করা হয়েছে ঠিক। তবে ভবিষ্যতে ব্রোঞ্জ অথবা ফাইবারের মূর্তি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান ভাস্কর।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: এবার লুধিয়ানায় বিষাক্ত গ্যাস লিক, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, আহতও বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার