সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যান্ত্রিক ত্রুটির জের। শপিংমলের পার্কিংলটে ভেঙে পড়ল বিমান। প্রাণ হারালেন ৫ জন। রবিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার সানটা আনা শহরে।
[তীব্র ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা]
জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার কনকর্ড শহর থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে উড়িয়েছিল দুই ইঞ্জিনের ছোট্ট বিমানটি। বিমানটি যখন মাঝ আকাশে, তখন চালক টের পান, বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তড়িঘ়ড়ি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল, যে অরেঞ্জ কাউন্টির সাউথ কোস্ট প্লাজা শপিংমলের পার্কিংলটে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমান চালক। কিন্তু শেষরক্ষা আর হয়নি। অবতরণের আগে শপিংমলের পার্কিংলটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর এসেছে। মৃতদের প্রত্যেকেই ওই বিমানের যাত্রী। তবে তাঁদের মৃতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে আরও কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময়ে পার্কিংলটে কেউ ছিলেন কিনা তারও কোনও সঠিক তথ্য নেই। শপিংমল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন কাউন্টির কর্তাব্যক্তিরা। কী করে দুই ইঞ্জিনের বিমানটি দুর্ঘটনায় পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সেদেশের বিমান পরিবহণ মন্ত্রক।
[মার্কিন হুঁশিয়ারিকে বুড়ো আঙুল! রমরমিয়ে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছেন কিম]
The post ক্যালিফোর্নিয়ায় শপিংমলের পার্কিংলটে ভেঙে পড়ল বিমান, পাঁচ জনের মৃত্যু appeared first on Sangbad Pratidin.