shono
Advertisement
Canada

নিজ্জর খুনে বড় মোড়, কানাডায় গ্রেপ্তার ৩ ভারতীয়, 'হিট স্কোয়াডে'র দিল্লি যোগ?

Published By: Monishankar ChoudhuryPosted: 08:15 AM May 04, 2024Updated: 08:47 AM May 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় বড় মোড়। কানাডায় গ্রেপ্তার তিন ভারতীয় নাগরিক। ধৃতরা 'হিট স্কোয়াডে'র সদস্য বলে দাবি কানাডার পুলিশের। একই সঙ্গে ভারত সরকারের সঙ্গে তাঁদের 'যোগসাজশ'ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement

জানা গিয়েছে, ধৃতদের আদালতে তোলা হয়েছে। তাঁদের নাম যথাক্রমে--করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)। তাঁদের বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। কানাডা পুলিশের সুপারিনটেন্ডেন্ট তথা নিজ্জর খুনের প্রধান তদন্তকারী আধিকারিক মনদীপ মোকারের কথায়, ধৃতরা আলবের্তা শহরের বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা বা নন পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবেই সেখানে থাকতেন তাঁরা। তিনি আরও জানান, ভারত সরকারের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখা হচ্ছে। নিজ্জর খুনের ঘটনায় এপর্যন্ত তদন্ত যতদূর এগিয়েছে তাতে এই তিনজনের নাম ছিল না। যদিও কীভাবে এবং কোন ভিত্তিতে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে সে কথা স্পষ্ট করেননি পুলিশ সুপার।      

[আরও পড়ুন: পাকিস্তানে একের পর এক জঙ্গি খুন, দিল্লির ‘দুশমন’দের খতম করছে কারা?]

২০২৩-এর  ১৮ জুন সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় নিজ্জর। জঙ্গি সংগঠন 'খলিস্তান টাইগার ফোর্সে'র প্রধান ছিল সে। গুরপতবন্ত সিং পান্নুন পরিচালিত ‘শিখস ফর জাস্টিস’-এর বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী এজেন্ডা প্রচারের দায়েও অভিযুক্ত ছিল ওই ওয়ান্টেড জঙ্গি। প্রায়শই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে শামিল হতে দেখা যেত নিজ্জরকে। ভারতকে রক্তাক্ত করতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গেও যড় করেছিল সে বলে গোয়েন্দা সূত্রে খবর। এহেন নিজ্জর আচমকা নিজের 'হোম গ্রাউন্ডে' খুন হতেই শোরগোল পড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন ভারতের অঙ্গুলিহেলনেই নিজ্জরকে নিকেশ করা হয়েছে। কানাডার গোয়েন্দা এজেন্সিগুলোর দাবি, এই অপারেশনের নিল নকশা তৈরি হয় ভারতের গুপ্তচর সংস্থা র-এর সদর দপ্তরে। তারপর থেকেই বেনজির টানাপোড়েন চলছে ওটয়ার মধ্যে।

[আরও পড়ুন: মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ডেডলাইন ১০ মে, এর মধ্যেই ভারতে দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় বড় মোড়।
  • কানাডায় গ্রেপ্তার তিন ভারতীয় নাগরিক।
  • ধৃতরা 'হিট স্কোয়াডে'র সদস্য বলে দাবি কানাডার পুলিশের।
Advertisement