সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রাখার চেষ্টা করছে কানাডা। দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) বলেন, ভারতের সঙ্গে সমস্যা বাড়াতে চায় না তাঁর সরকার। সেই জন্য গোপনভাবে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন কানাডা (Canada) সরকারের প্রতিনিধিরা। প্রসঙ্গত সাতদিনের মধ্যে কানাডার কূটনীতিকদের ফেরত যেতে নির্দেশ দিয়েছে ভারত, এরকম খবর ছড়িয়ে পড়ে। তারপরেই ভারতের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করে কানাডা সরকার।
ভারতে (India) মোট ৬১ জন কানাডিয়ান কূটনৈতিক রয়েছেন। তার মধ্যে ৪০ জনকে ১০ অক্টোবরের মধ্যে ভারতে থাকা কানাডার কূটনীতিকদের দেশে ফিরে যেতে হবে, ট্রুডো সরকারকে কড়া বার্তা দিয়েছে ভারত। অর্থাৎ ফেরানো হলে মাত্র ২০ জন কানাডার কূটনীতিক ভারতে থাকবেন। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীর বক্তব্য, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা তারচেয়ে অনেকটাই বেশি। দুই দেশের মধ্যে সমতা রাখার জন্যই ৪০ জন কূটনীতিককে ফেরানের নির্দেশ দিয়েছে ভারত।
[আরও পড়ুন: শহরে মর্মান্তিক দুর্ঘটনা, উল্টোডাঙা-গড়িয়াগামী বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, গ্রেপ্তার চালক]
যদিও এই খবরের সত্যতা নিয়ে মুখ খুলতে চাননি ট্রুডো। তবে দুই দেশের সম্পর্কে শান্তি বজায় রাখার পক্ষে সওয়াল করেন তিনি। সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রুডো বলেন, “আমরা অশান্তি বাড়াতে চাই না। আমি আগেও বলেছি, এই কঠিন সময়ে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা দরকার। তার জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে।”
তবে এই বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেন, দেশের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে কানাডা খুবই চিন্তিত। তাই ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই আমরা। তাই গোপনেই ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে। আমরা মনে করি, এই ধরনের আলোচনা গোপনভাবে হলেই সবচেয়ে ভালো হয়।”