সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ সেপ্টেম্বর ইয়ারোস্লাভ হুঙ্কা নামের ইউক্রেনের এক নাৎসিকে (Nazi) সম্মান জানানো হয় কানাডার পার্লামেন্টে। যাকে ঘিরে শুরু হয়েছিল প্রবল বিতর্ক। শেষপর্যন্ত সেই বিতর্কের জেরে ইস্তফা দিলেন কানাডা পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা।
ঠিক কী হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সর্বাধিনায়ক অ্যাডল্ফ হিটলারের কুখ্যাত ওয়াফেন এসএস বাহিনীর সদস্য ছিলেন হুঙ্কা নামের ইউক্রেনীয় নাৎসি। ইউক্রেনে এসএস-এর ‘গ্যালিসিয়া’ ডিভিশনের সদস্য ছিলেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৯৮ বছর। এহেন হুঙ্কাকে ‘ইউক্রেন ও কানাডার হিরো’ বলে উল্লেখ করেন দেশটির পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গিয়েছিলেন সেখানে।
কানাডার (Canada) এহেন কাণ্ডে রেগে লাল রাশিয়া (Russia)। ওটয়ার কাছে জবাব তলব করেছে মস্কো। তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে কানাডা। এবার এক নাৎসিকে সম্মান জানানোয় বিতর্ক তৈরি হওয়ায় তাদের উপরে যে চাপ বাড়ছে তা স্পষ্ট। শুধু তাই নয়, এই নিয়ে সরগরম কানাডার জাতীয় রাজনীতিও। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একহাত নিয়েছেন দেশটির বিরোধী দলনেতা পিয়ের পলিয়েভরে। বাড়তে থাকা চাপের মধ্যে এবার ইস্তফা দিলেন অ্য়ান্থনি।